টলিউডবিনোদন

করোনা বিপর্যয়ে ফুটপাতবাসী অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ-শুভশ্রী

Advertisement

কৌশিক পোল্ল্যে: বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলেরই উচিৎ বাড়িতে থাকা, সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত নিয়মাবলী মেনে চলা, কিন্তু যাদের বাড়ি নেই! যাদের বাসস্থান বলতে সম্বল শুধু ফুটপাত, তারা কীভাবে এত নিয়মকানুন পালন করবে তা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন রয়েই যায়।

এই সমস্ত রাস্তার মানুষজনদের কথা মাথায় রেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন টলিউডের তারকা দম্পতি রাজ-শুভশ্রী। দুঃস্থ ও অসহায় মানুষের জন্য রেশন এবং সামান্য বেতনের ব্যবস্থা করে দিয়েছেন এই যুগল, যাতে ওই প্রান্তিক জীবনযাপনে অভ্যস্ত মানুষগুলির কিছু সুরাহা হয়।

এখানেই থেমে থাকেননি এই জুটি, অর্থ দিয়ে সাহায্য করেছেন প্রধানমন্ত্রীর তহবিলে এবং যথাসাধ্য দান করেছেন মুখ্যমন্ত্রীর তহবিলে। একটি ছোট্ট টিম নিয়ে তারাই বেরোবেন রাস্তার মানুষদের সহায়তার নিমিত্তে। এমনিতেও বাড়িতে যথেষ্ট নিয়ম পালন চলছে সমানতালে।

বিপর্যয়ে যাতে কেউ অসুবিধায় না পড়ে তাই প্রত্যেকটি কাজের লোককে ছুটি দিয়ে বাড়ির সমস্ত কাজ তারা নিজেরাই করছেন পালা করে। এর থেকেই তাদের সহৃদয় ও উদার মানসিকতার দিকটি প্রস্ফুটিত হয়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে এই সবটুকু নিজের শুভাকাঙ্খীদের সঙ্গে শেয়ার করে নিলেন রাজ ও শুভশ্রী। তাদের আসন্ন ছবি ‘ধর্মযুদ্ধ’র মুক্তি করোনার কারনেই আপাতত স্থগিত রয়েছে। শুভশ্রীর পোস্ট করা অফিশিয়াল বার্তাটি নীচের ওয়ালে সাজানো রইল, একঝলক দেখে নিন।

Related Articles

Back to top button