21 শে ফেব্রুয়ারি ছিল পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র জন্মদিন। রাজের জন্মদিনে তাঁর ফ্যানরা এবং টলিটাউনের সেলিব্রিটিদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছিল রাজের কমেন্ট বক্স। অপরদিকে রাজের ‘রানি’ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly) দিয়েছিলেন রাজকে এক অভিনব উপহার। রাজের জন্মদিনে তাঁর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করে শুভশ্রী রাজকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। ইতিমধ্যেই রাজ-শুভশ্রীর লিপলক কিসের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুভশ্রী নিজেই ছবিটি শেয়ার করেছেন। ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে শুভশ্রী লিখেছেন, রাজ তাঁর পৃথিবী।
2018 সালের 6 ই মার্চ রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল রাজ ও শুভশ্রীর। ‘রাজশ্রী’ হবার পর কেটে গেছে তিনটে বছর। তৃতীয় বিবাহবার্ষিকীতে রাজকে অনেক ভালোবাসা জানিয়েছেন শুভশ্রী। শুভশ্রী জানিয়েছেন, রাজের সন্তানের মা হতে পেরে তিনি খুশি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একটি পার্টির কিছু ছবি। কিছুদিন আগে রাজ ও শুভশ্রী পার্টি করতে গিয়েছিলেন ‘দি ব্রু হাইভ’-এ। এটি কলকাতার একটি অভিজাত নাইটক্লাব। রাজ ও শুভশ্রীর সঙ্গে ছিলেন তাঁদের ঘনিষ্ঠ কিছু বন্ধু। ছবিতে রাজ ও শুভশ্রীকে তুমুল নাচ করতে দেখা যাচ্ছে। শুভশ্রীর পরনে রয়েছে কালো রঙের লং, সাইড স্লিটেড গাউন এবং কালো রঙের ব্লেজার। রাজের পরনে ছিল সবুজ রঙের ব্লেজার।
রাজ ও শুভশ্রীর বাড়িতে বছরের শেষে ছিল ঘরোয়া পার্টি। এই পার্টিতে উপস্থিত ছিলেন রাজের ঘনিষ্ঠ মহল। পার্টির হোস্ট ছিলেন রাজ-ঘরণী শুভশ্রী গাঙ্গুলী। পার্টিতে পরিচালক সৃজিত মুখার্জি (srijit Mukherjee) ও তাঁর স্ত্রী মিথিলা (Mithila) এসেছিলেন তাঁদের একমাত্র মেয়েকে নিয়ে। এছাড়া ছিলেন গায়ক রূপঙ্কর বাগচী(Rupankar Bagchi)। পার্টি মাতিয়ে রেখেছিল রাজ ও শুভশ্রীর একমাত্র পুত্রসন্তান ইউভান(yuvan)। রাজ পার্টির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
কয়েক মাস আগে জন্ম হয়েছে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভানের। ইউভানের জন্মের সময় শুভশ্রী ওয়েট গেন করেছিলেন। সম্প্রতি তিনি আবারও শেপে ফেরার জন্য শুরু করেছেন ওয়ার্কআউট। তাঁকে এই ব্যাপারে মোটিভেট করেছেন টলিউডের পরিচালক ও ডান্স কোরিওগ্রাফার বাবা যাদব (Baba yadav)। বাবা যাদবকে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন শুভশ্রী। তবে ওয়ার্কআউটের মাঝেও ইউভানকে সময় দিতে ভোলেন না ইউভানের মা।
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি’। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত(parambrata)। কিছু দিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘হাবজি গাবজি’র ট্রেলার। ট্রেলারটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এক উচ্চাভিলাষী দম্পতি তাঁদের ছেলেকে সময় দিতে না পারায় তার হাতে তুলে দেন লেটেস্ট মডেলের মোবাইল ফোন। এমনকি ছেলেটির বাবা তাকে শিখিয়ে দেন মোবাইল গেম খেলার পদ্ধতি। ক্রমশ ছেলেটি আসক্ত হয়ে পড়ে মোবাইল গেমের প্রতি। এরপর তাদের পারিবারিক জীবনে আসে নতুন মোড়। এই মুহূর্তে ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী।
The Los Angeles Rams just delivered a shocking update that leaves fans both relieved and…
Memphis fans can finally breathe a sigh of relief — Ja Morant is back. After…
The music world is reeling after the shocking death of Todd Snider, the Nashville alt-country…
Elizabeth Franz, the acclaimed stage and screen actress best known for her Tony-winning performance as…
Kate Middleton, the Princess of Wales, shared a serene autumn video on November 15, 2025,…
Veteran singer-songwriter Todd Snider, a fixture of Americana music for over three decades, has died…