Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গর্ভবতী শুভশ্রীকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট রাজের, ভাইরাল সেই ছবি

কোয়ারেন্টিনে থাকার জন্য বেশ কিছুদিন ধরে চোখে হারাতে হয়েছে স্ত্রী ও তাঁর গর্ভবতী সন্তানকে। কোভিড পজিটিভ থাকায় স্ত্রীয়ের সঙ্গে তোলা হয় নি ছবিও। অবশেষে টেস্ট নেগেটিভ আসার পর প্রথম শুভশ্রীর…

Avatar

কোয়ারেন্টিনে থাকার জন্য বেশ কিছুদিন ধরে চোখে হারাতে হয়েছে স্ত্রী ও তাঁর গর্ভবতী সন্তানকে। কোভিড পজিটিভ থাকায় স্ত্রীয়ের সঙ্গে তোলা হয় নি ছবিও।

অবশেষে টেস্ট নেগেটিভ আসার পর প্রথম শুভশ্রীর সঙ্গে মনের সুখে ছবি তুললেন পরিচালক রাজ চক্রবর্তী। বাড়ির গেটের সামনে গাড়ির সামনে গর্ভবতী শুভশ্রীকে সঙ্গে নিয়ে ছবি তুলে নিজের ইন্সটা প্রোফাইলে পোস্ট করলেন রাজ। ক্যাপশনেই লিখলেন–‘After long time’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সঙ্গে দেওয়া বেবি বাম্প, গাড়ি ও হার্টের ইমোজিই রাজের আকর্ষণের বিষয়গুলি পরিষ্কার করে দিচ্ছে। ঘরোয়া পোশাকে দুজনকেই পাশাপাশি লাগছে বেশ সুন্দর। শুভশ্রী সেই অসাধারণ ছবিটি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।

 

View this post on Instagram

 

After long time ? ? ?❤️

A post shared by Raj Chakraborty ?? (@rajchoco) on

About Author