Today Trending Newsদেশনিউজ

করোনা সংক্রমণ কমাতে লকডাউনের মেয়াদ বাড়াল রাজস্থান

Advertisement

প্রথম রাজ্য হিসেবে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল ওড়িশা। পরে পাঞ্জাবও সেই একই পথে পা বাড়ায়। এবার ওড়িশা-পাঞ্জাবের পর তৃতীয় রাজ্য হিসেবে রাজস্থানও লকডাউনের সময়সীমা বাড়ালো। আজ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত জানিয়েছেন, ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউন চলবে। গত ২৫ মার্চ দেশব্যাপী ২১ দিনের লকডাউন জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা শেষ হচ্ছে ১৪ই এপ্রিল। ১৪ই এপ্রিল দেশজুড়ে লকডাউন উঠবে কিনা তা এখনো কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়নি, তার আগেই এই তিন রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো।

করোনা ভাইরাসে রাজস্থানে আক্রান্ত এখনো পর্যন্ত ৫৫৩ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। দেশে এই মুহুর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৪৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩৯ জনের। খুবই দ্রুত দেশ জুড়ে ছড়াচ্ছে এই মারণ ভাইরাস। আর এর থেকে বাঁচার একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। তাই লকডাউনই একমাত্র পথ, আর সেই পথে হেঁটেই একের পর এক রাজ্য বাড়াচ্ছে লকডাউনের সময়সীমা।

১১ই এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে রাজ্য গুলির মুখ্যমন্ত্রীদের বৈঠক আছে। সেখানেই প্রতিটি রাজ্যের অবস্থা দেখে লকডাউন আরও কিছুদিন বাড়ানো হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বেশিরভাগ রাজ্যই লকডাউন বাড়ানোর পক্ষে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এর আগে জানিয়েছিলেন, দেশের ১৩৩ টি করোনা হটস্পট চিহ্নিত করা হয়েছে, যে জায়গাগুলিতে লকডাউন আরও বাড়ানো হবে।

Related Articles

Back to top button