খারাপ আবহাওয়া যেন ভারত-বাংলাদেশ সিরিজের পিছু ছাড়ছে না। দিল্লিতে অত্যধিক দূষণের জন্য ম্যাচ বাতিল হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। খেলোয়াড়দের মুখে মাস্ক পরে প্রাকটিস করতেও দেখা যায়। ম্যাচ হবে কিনা সেই সিদ্ধান্ত বিসিসিআই ম্যাচ রেফারির উপর ছেড়ে দেয়। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি হয় এবং বাংলাদেশ ভারতকে সাত উইকেটে হারিয়ে দেয়।
অন্যদিকে এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি রয়েছে ৭ই নভেম্বর গুজরাটের রাজকোটে। এই ম্যাচটিও ঘূর্ণিঝড় “মহা” এর প্রভাবে বাতিল হয়ে যাওয়ায় সম্ভাবনার কথা জানিয়েছে ইন্ডিয়ান মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি। আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “মহা” বর্তমানে গুজরাটের ভেরাভাল থেকে ৬৯০ কিমি, দিউ থেকে ৭৪০ কিমি এবং পোরবন্দর থেকে ৬৬০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। আইএমডি জানিয়েছে ঘূর্ণিঝড়টি ৭ই নভেম্বর গুজরাট উপকূল অতিক্রম করবে এবং ঝোড়ো হাওয়ার গতিবেগ হবে ঘন্টায় ৮০-১০০ কিমি।
আশার আলো হিসেবে আইএমডি জানিয়েছে ঘূর্ণিঝড়টি ৫ই নভেম্বর থেকে ক্রমে ক্রমে শক্তিক্ষয় করবে এবং এর অভিমুখ কেরালার দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজকোট শহরটি গুজরাট উপকূল থেকে প্রায় ১০০ কিমি ভেতরে তাই ঘূর্ণিঝড় “মহা” কেরল অভিমুখে সরে গেলে ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকছে। সকলের নজর থাকছে আবহাওয়া দপ্তরের দিকেই।