রাজকোট : প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে ভারত। আজ রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচ ভারতের কাছে মরণ-বাঁচন। এই ম্যাচ হারলেই সিরিজ জিতে যাবে বাংলাদেশ। তাই সিরিজে সমতা বজায় রাখতে হলে ভারতকে জিততেই হবে।
দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন রোহিত শর্মার কাছে এই ম্যাচটি শততম টি-টোয়েন্টি ম্যাচ। ভারতীয়দের মধ্যে তিনিই এই কৃতিত্ব প্রথম অর্জন করতে চলেছেন এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলতে চলেছেন। তার সামনে রয়েছে একমাত্র পাকিস্তানের শোয়েব মালিক যিনি এখন পর্যন্ত ১১১ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
গত ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কেউ সেভাবে জ্বলে উঠতে পারেনি। শততম ম্যাচটি রোহিত স্মরণীয় করে রাখতে পারেন কিনা সেটা দেখার বিষয়। এছাড়াও এই ম্যাচে রিষভ পন্থের জায়গায় সঞ্জু স্যামসন এবং খলিল আহমেদ এর জায়গায় শার্দুল ঠাকুর এর খেলার সম্ভাবনা থাকছে। ঘূর্ণিঝড় “মহা” এর প্রভাবে রাজকোটে এদিন বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর।