দেশনিউজ

চিনের সঙ্গে বোঝাপড়া হয়ে গিয়েছে, রাজ্যসভায় মন্তব্য রাজনাথ সিংয়ের

Advertisement

নয়াদিল্লি: প্যাংগং হ্রদ নিয়ে চিনের (Cjina) সঙ্গে বোঝাপড়া হয়ে গিয়েছে। আজ, বৃহস্পতিবার (Thursday) রাজ্যসভায় (Rajyasabha) জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি আরও জানান, দুই দেশই নিজেদের সেনা পিছিয়ে নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। এদিন তিনি বলেন, ভারত (India) স্পষ্ট করে দিয়েছে এলএসি-তে কোনও বদল যেন না হয়। আর দুই দেশের সেনা নিজের নিজের জায়গায় ফিরে যান।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, প্যাংগংয়ের উত্তর এবং দক্ষিণ অংশে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। দুই পক্ষের সেনাই পিছিয়ে যাবে। চিন প্যাংগংয়ের ফিংগার ৮-এর বাইরে নিজেদের সেনা রাখবে।

এদিন তিনি আরও বলেন, লাইন অফ কন্ট্রোলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। ভারত সব সময় দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলাকে জোর দিয়েছে। তিনি বলেন, ‘গত বছর থেকে আমরা চিনের সেনা এবং কূটনৈতিক দৌত্যের মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। আলোচনার সময় চিনকে আমরা বলেছি তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে সমাধানসূত্র চাই। প্রথমত, দু’পক্ষকেই এলএসসি মানতে হবে এবং সম্মান করতে হবে। দ্বিতীয়ত, একতরফাভাবে কোনওরকমের সিদ্ধান্ত নেওয়া যাবে না। তৃতীয়ত, যা করা হবে, দুই পক্ষের মতামতের ওপর ভিত্তি করেই করতে হবে।

Related Articles

Back to top button