নয়াদিল্লি: আজ বুধবার অবশেষে সংসদে পাশ হয়ে গেল তিনটি শ্রম সংস্কার বিল৷ এই বিল দ্বারা কোনও সংস্থায় সর্বোচ্চ ৩০০ জন শ্রমিক থাকলে, সংশ্লিষ্ট সংস্থা সরকারের অনুমতি ছাড়াই কর্মী ছাঁটাই করতে পারবে৷ তিনটি শ্রম সংস্কার বিল সম্পর্কে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার বলেন, “ব্যবসার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে এই নয়া শ্রম আইন সংস্কার সিস্টেমকে আরও স্বচ্ছ করবে”।
দু দিন আগেই কৃষি বিল নিয়ে হাঙ্গামা করার শাস্তি হিসাবে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন সহ মোট আটজন বিরোধী সাংসদকে বরখাস্ত করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ জানান আট জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার না করলে রাজ্যসভার অধিবেশন বয়কট করবে বিরোধীরা৷
এমনকি সাসপেন্ড হওয়া সাংসদদের পাশে দাঁড়িয়ে এ দিন রাজ্যসভা থেকে ওয়াক আউট করে কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস এবং বাম দলের সাংসদরা। এরপরে আজ কংগ্রেস এবং বাম ব্যতীতই ধ্বনি ভোটে রাজ্যসভায় পাশ হয়ে যায় শিল্পে শ্রমিক-মালিক সম্পর্ক বিধি, সামাজিক সুরক্ষা বিধি এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চয়তা বিধি৷
লোকসভায় আলোচনা ছিল বাকি তিনটির (শিল্পে শ্রমিক-মালিক সম্পর্ক বিধি, সামাজিক সুরক্ষা বিধি এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চয়তা বিধি) বিষয়ে। কিন্তু এদিন বিরোধিরা না থাকা সত্তেও পাশ হয়ে যায় এই তিন বিল। অন্যদিকে শ্রম আইনে সংস্কারের লক্ষ্যে কেন্দ্র ৪৪টি কেন্দ্রীয় শ্রম আইনের মধ্যে ১৫টিকে বর্তমান সময়ের জন্য অপ্রাসঙ্গিক বলে বাতিল করেছে।