Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নব্বইয়ের দশকের সিরিয়াল ‘রামায়ণ’ আজও হিট, দুদিনে কোটি কোটি দর্শক টিভির পর্দায়

কৌশিক: নব্বইয়ের দশকের সিরিয়াল আজও টিভির পর্দায় হিট, আজও চলছে রমরমিয়ে। এমন কি মাহাত্ব্য যে কোটি কোটি মানুষ দেখছে দুরদর্শনের ধারাবাহিক ‘রামায়ণ’! আসলে এর সঙ্গেই জড়িয়ে রয়েছে পুরোনো দিনের বহু…

Avatar

কৌশিক: নব্বইয়ের দশকের সিরিয়াল আজও টিভির পর্দায় হিট, আজও চলছে রমরমিয়ে। এমন কি মাহাত্ব্য যে কোটি কোটি মানুষ দেখছে দুরদর্শনের ধারাবাহিক ‘রামায়ণ’! আসলে এর সঙ্গেই জড়িয়ে রয়েছে পুরোনো দিনের বহু স্মৃতি। ১৯৮৭ সালে প্রথম যখন এই ধারাবাহিকটি শুরু হয় তখন সকলের বাড়িতে টেলিভিশন নামক যন্ত্রটি থাকত না, কাজেই দল বেঁধে প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যাওয়াই ছিল রীতি।

আজ অবশ্য যুগ বদলেছে, এখন প্রত্যেকের বাড়িতে টিভি রয়েছে তাই এর মাধ্যমে পারিপার্শ্বিক মেলবন্ধনের কোনো অবসর নেই। চিরাচরিত ভারতীয় মহাকাব্য বাল্মীকি রচিত ভগবান শ্রীরামচন্দ্রের জীবনকথা ‘রামায়ণ’এর গল্পটিই ধারাবাহিকের আকারে প্রচারিত হত। এরপরেও অবশ্য বহুবার রামায়নের রিক্রিয়েশন করেছে বহু বানিজ্যিক চ্যানেল তবে পুরোনো রামায়নের চাহিদা যে এতটুকু হ্রাস পায়নি তার প্রমান পাওয়া গেল হাতেনাতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি লকডাউনে সাধারন মানুষকে ঘরমুখী করে রাখতে পুরোনো সমস্ত কালজয়ী ধারাবাহিকগুলি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন প্রতিটি চ্যানেল। নিয়ম করে সম্প্রচারিত হচ্ছে পুরোনো অনুষ্ঠানগুলি। তবে সবকিছুকে ছাপিয়ে গেল এই ধারাবাহিকের ভিউয়ার্সের সংখ্যা। মাত্র এক সপ্তাহেই টিআরপির শীর্ষে রাজ করছে রামায়ন, প্রতিটি পর্বের দর্শকসংখ্যা কোটির উর্দ্ধে। যদিও একই দিনে নিয়ম করে দুটি পর্ব সম্প্রচারিত হচ্ছে তবু জনপ্রিয়তায় এতটুকু ত্রুটি নেই।

শুধু বাড়ির বয়স্করাই নয়, ছোটরাও মন দিয়ে দেখছে এই শো। নতুনরূপে আবিষ্কারের খেলার মেতে নবপ্রজন্ম আর প্রবীনরা তাদের পুরোনো দিনের উষ্ণ স্মৃতি ঝালিয়ে নিচ্ছেন আরও একবার। সমস্ত কিছুরই উদাহরন সেট করছে সমীক্ষা। অতএব একথা স্পষ্ট আজও মানুষের মনে সমানভাবে বিরাজ করছে কালজয়ী ধারাবাহিক ‘রামায়ন’।

About Author