অযোধ্যায় রামমন্দির ও বাবরি মসজিদ মামলায় নাটকীয় পরিস্থিতি তৈরি হওয়ার পর অনেক অনেক মত পোষন করেছেন। এর মধ্যেই যোগা গুরু রামদেব নিজের মতামত দিলেন। রামমন্দির নিয়ে তিনি বলেন, মুসলিমরাও জানেন যে ইসলামের ইতিহাস অনুযায়ী মহম্মদ নয় অযোধ্যায় ভগবান রাম জন্মগ্রহন করেন।
সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, অযোধ্যার বিতর্ক প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং এই বিতর্কিত জমিতে শীঘ্রই রামমন্দির নির্মাণ করা উচিত। এই প্রসঙ্গে রামদেব বলেন, আমাদের মুসলিম ভাইয়েরা এবং গোটা দেশ জানে যে অযোধ্যায় ভগবান রামচন্দ্র জন্মগ্রহন করেছিলেন, নবি মহম্মদ সেখানে জন্মগ্রহন করেননি। তাই ওখানে তাড়াতাড়ি রামমন্দির হওয়া উচিত।