Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাপুর পরিবারে খুশির খবর, ঠিক হয়ে গেল রনবীর ও আলিয়ার বিয়ের তারিখ

কৌশিক পোল্ল্যে: বলিউডের লাভ বার্ডস রনবীর ও আলিয়ার প্রেমকাহিনী শুরু হয়েছে বছর খানেক হল। এবার সেই সম্পর্ককেই বাস্তবে রূপদান করতে চলেছেন উভয়েই। যুগলের পরিবারবর্গের থেকেও মিলেছে সমঝোতা। রনবীরের বাবা মা…

Avatar

কৌশিক পোল্ল্যে: বলিউডের লাভ বার্ডস রনবীর ও আলিয়ার প্রেমকাহিনী শুরু হয়েছে বছর খানেক হল। এবার সেই সম্পর্ককেই বাস্তবে রূপদান করতে চলেছেন উভয়েই। যুগলের পরিবারবর্গের থেকেও মিলেছে সমঝোতা। রনবীরের বাবা মা ঋষি কাপুর ও নিতু সিং কাপুরের সঙ্গে বরাবরই সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন আলিয়া। অন্যদিকে কাপুর পরিবারের আরমান ও অনীশার বিয়েতে সপরিবারে এলেন আলিয়া।

বিয়ের তারিখ হিসেবে কিছু ঠিক না করলেও বিশেষ সূত্রে জানা গিয়েছে এই যুগল গাঁটছড়া বাঁধতে চলেছেন চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে। কারন এই জুটির প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাচ্ছে ৪ঠা ডিসেম্বর। হয়তো এই সময়েই ভালোবাসার পরিনতিও দিতে আগ্রহী দুজনেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : নিজের গর্ভাবস্থার প্রথম ছবি শেয়ার করলেন কোয়েল মল্লিক, দেখুন সেই ছবি

ডিসেম্বরে ঘনিষ্ঠজনেদের প্রোগ্রাম ফ্রিং রাখার কথাবার্তাও চলছে। ইতিমধ্যে আলিয়া সঞ্জয় লীলা বনশালির সঙ্গে ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র কাজে ব্যস্ত। হাতে রয়েছে আরও গোটা আষ্টেক ছবি। বিয়ের পরই সম্ভবত আলিয়া এই সবকটি প্রজেক্টে নতুন করে হাত দেবেন।

About Author