বিয়ে ক্যান্সেল! আলিয়ার বিরহে এ কী হাল রনবীরের?

আলিয়ার যখন বয়স ১১ ছিল তখনকার ক্রাশ হলো রণবীর কাপুর। চাইল্ডহুড ক্রাশকে জীবনসঙ্গী করে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তবে, এঁদের দুজনের কেমিস্ট্রি এখন বেশ চর্চায় রয়েছে। এই প্রসঙ্গে, মহেশ ভাট…

Avatar

আলিয়ার যখন বয়স ১১ ছিল তখনকার ক্রাশ হলো রণবীর কাপুর। চাইল্ডহুড ক্রাশকে জীবনসঙ্গী করে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তবে, এঁদের দুজনের কেমিস্ট্রি এখন বেশ চর্চায় রয়েছে। এই প্রসঙ্গে, মহেশ ভাট আলিয়া আর রণবীরের বিয়ের ব্যাপারে কথা বলতে গিয়ে বলেছেন,”হ্যাঁ এই দুজন ভালোবাসায় রয়েছেন, রণবীরকে আমার ভালো লাগে আর ও খুবই ভালো একজন মানুষ। নিজেদের সম্পর্ক নিয়ে ওরা কী করতে চায় সেটা ওদেরই খুঁজে বের করতে হবে। ওরা কি সেই দরজার দিকে এগোচ্ছে যার নাম বিয়ে।”
বিয়ে ক্যান্সেল! আলিয়ার বিরহে এ কী হাল রনবীরের?
হ্যাঁ, এই বছর ডিসেম্বরতে সেই শুভ পরিণয় হবার ছিল। কিন্তু,করোনা কাণ্ডে তা বানচাল হয়ে গেল। অনেকে ভাবছেন সুশান্ত কাণ্ডে যেভাবে মহেশ ভাট ও রিয়ার চ্যাট প্রকাশে এসেছে, এ বুঝি তারই প্রকোপ।
বিয়ে ক্যান্সেল! আলিয়ার বিরহে এ কী হাল রনবীরের?
নাহ, সুশান্ত মামলার জন্য এই বিয়ের ডেট চেঞ্জ হচ্ছে না। শুধুমাত্র করনার জন্য এই বিয়ের সময় পরিবর্তন হচ্ছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ২০২০র ডিসেম্বরে বিয়ের অনুষ্ঠানের সমস্ত আয়োজন বাতিল করেছেন আলিয়া ও রণবীর।
বিয়ে ক্যান্সেল! আলিয়ার বিরহে এ কী হাল রনবীরের?
রণবীর-আলিয়ার বিয়ের আসর বসতে পারে ২০২১ সালে, এমনটাই অনুমান করা যাচ্ছে। তবে একাধিকবার বহু সম্পর্কে জড়িয়েছেন রণবীর, তাই এই বিয়েটা শেষ পর্যন্ত হবে কিনা তা দেখার পালা।
বিয়ে ক্যান্সেল! আলিয়ার বিরহে এ কী হাল রনবীরের?

About Author