হুবহু রণবীরের মতো দেখতে, মাত্র ২৮ বছরেই মারা গেলেন রণবীরের জড়ুয়া জুনেদ শাহ

বলিউডের অন্যতম হিট হিরো রণবীর কাপুরের মত দেখতে ছিল জুনেদ শাহকে। মুম্বইতে অভিনয় করতেন তিনি। মডেলিংয়ের কাজ ও করেছেন। এবার বিষয়টা হল কে এই জুনেদ শাহ? কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়েছিল। এই জুনেদ শাহকে হুবুহু রণবীর কাপুরের মত দেখতে। পুরো একদম জড়ুয়া।

জুনেদের এই ছবি দেখে অবাক হয়ে গিয়েছিলেন রণবীর কাপুর। এমনকি রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর তাঁর ইনস্টাগ্রামে জুনেদের ছবি সহ পোস্টে লিখেছিলেন, ‘ও মাই গড, আমি জানতাম না যে আমার ছেলের যমজ বা জড়ুয়া আছে। তবে দুঃখের খবর এই জুনেদ আর বেঁচে নেওয়া। মাত্র ২৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন।

জানা গিয়েছে, তাঁর বাবার শরীর অসুস্থ থাকায় কাশ্মীরে সে তাঁর বাবাকে দেখতে এসেছিল। কিন্তু সেখানে তাঁর মৃত্যু হয়। কিন্তু বাবা এখন সুস্থ হয়েছে। জুনেদের মৃত্যুর খবর শুনে অবাক হয়েছেন রণবীর কাপুর ও।