রানু মন্ডল এর গান তো অনেক শোনা হলো। এখন এই খুদেদের গান শুনলে হতবাক হয়ে যাবেন

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : বর্তমান যুগে প্রত্যেকটা মানুষই সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল। ভিডিও করা আর আপলোড করতেই ব্যস্ত সকলে। আর এই ভিডিও যদি নতুন রকমের হয় তাহলেই সেটি রাতারাতি হয়ে যায় ভাইরাল। ভাইরাল হওয়ার পরেই রাতারাতি সেলিব্রিটি।

ঠিক যেমন ঘটেছে রানু মন্ডল এর ক্ষেত্রে। ভাইরাল হয়ে রানাঘাট স্টেশন থেকে উঠে এলো একেবারে বলিউডের রেকর্ড রুমে। তারপরের ঘটনা তো সকলেরই জানা।

তবে এবার রানু মন্ডল এর কথা বলব না। বলব একদল খুদেদের কথা। যারা বড় বড় গায়কদের ও হার মানিয়ে দিতে পারে। তাদের গান শুনলে আপনিও হয়ে যেতে পারেন হতবাক।

সুফি ঘরানার মত গান যা বড়রাও করতে হিমশিম খেয়ে যায়। এমন কঠিন গান একদল বাচ্চা অনায়াসে গেয়ে ফেলল। সেদিনই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই একেবারে ভাইরাল। দেখে নিন সেই ভিডিও-

https://www.facebook.com/NawabKhanSantoor/videos/860593287396450/