অরূপ মাহাত: ভাগ্য সহায় হলে বদলে যেতে পারে জীবন। রাণাঘাটের রানুদি প্রমাণ করলেন প্রতিভা আর ভাগ্যের মেলবন্ধন জীবনে পরিবর্তন নিয়ে আসবেই। ক’দিন আগেও যে রাণাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করে দিন গুজরান করত। সেই রানুদিকে এবার দেখা যাবে হিমেশ রেশমিয়ার বিপরীতে প্লেব্যাক গাইতে দেখা যাবে। হিন্দি সিনেমা ‘হ্যাপি হার্ডি এন্ড হীর’-এর জন্য সুরকার হিমেশ রেশমিয়ার গানে গলা মেলালেন তিনি।
একসময় রাণাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতেন রাণু মন্ডল। রাত কাটাতেন স্টেশন চত্বরেই। জনৈক পথচারীর ফেসবুক লাইভে ‘এক পেয়ার কি নাগমা’- গানটি গেয়ে ভাইরাল হন তিনি। বিখ্যাত হয়ে ওঠেন রাতারাতি। মুম্বাইয়ের একটি বেসরকারি টিভি চ্যানেলের রিয়েলিটি শো-তে গান গাওয়ার ডাক আসে। কলকাতার বিভিন্ন পূজো কমিটির থেকে অনুরোধ আসে থিম সং গেয়ে দেওয়ার। এরপরই বাড়িতে ফিরিয়ে নেন তাঁর মেয়েও।
বলিউডে প্লেব্যাকের পর তাঁকে আবার দেখা যাবে মুম্বাইয়ের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সুপারস্টার সিঙ্গার’-এ। যেখানে বিচারকের ভূমিকায় রয়েছেন হিমেশ। প্রকৃত প্রতিভার বিকাশ ঘটাতে সবসময় পাশে থাকবেন এমনটাই জানান তিনি।