আন্তর্জাতিকনিউজ

নীল সমুদ্রে সাদা তিমি, বিগত ৩০ বছর পর সাক্ষী থাকল অস্ট্রেলিয়া

Advertisement

১৯৯১ সালে শেষবারের মতো দেখা গিয়েছিল সাদা হ্যাম্পব্যাক তিমিকে। তবে সম্প্রতি, সেই সাদা তিমি আবার দেখা গেল অস্ট্রেলিয়ায়। যার নাম মিগালো।

প্রতিবছর মে মাসের মধ্যবর্তী সময় থেকে নভেম্বর পর্যন্ত এই তিমি জনসংখ্যা বৃদ্ধির জন্য আন্টার্কটিকার ঠান্ডা আবহাওয়া থেকে চলে আসে খানিকটা উষ্ণ উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার সমুদ্রে। প্রত্যক্ষদর্শীরা বিশ্বাস করছেন, তারা যা দেখেছেন তা হল সেই সাদা হ্যাম্পব্যাক তিমি।

আপাতত পর্যটকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন এই মিগালোকে আবার দেখা যায়। ড. পিরোট্টা জানিয়েছেন, গভীর সমুদ্রের মধ্যে মিগালোকে আবার খুঁজে পাওয়া খুব কষ্টকর। তিমি শুনলেই সাধারণত নীল জলরাশির মধ্যে নীল তিমির কথায় চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু অমন গভীর নীল সমুদ্রের মধ্যে সাদা তিমি উপরে উঠে আবার ঝপাং করে জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে এই দৃশ্য সত্যিই অসাধারণ। আর প্রকৃতি প্রেমীরাতো অপেক্ষা করবেননি আবার কখন তার দেখা পাওয়া যায়।

Related Articles

Back to top button