রাশ্মি দেশাই ছোটপর্দার অন্যতম পরিচিত জনপ্রিয় অভিনেত্রী। ২০০২ সাল থেকে এই অভিনয় জগতে পা রেখেছেন তিনি। বড়পর্দা দিয়েই তার অভিনয়ের হাতেখড়ি। প্রথমে একটি অসমীয়া ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এরপর তিনি পা রাখেন বলিউডে। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তার পরিচিতি যথেষ্ট। সেখানকার দর্শকদের মাঝে অভিনেত্রীর জনপ্রিয়তা রয়েছে ভালোই। ২০০৬ সালের পর হিন্দি টেলিভিশন জগতে ডেবিউ করেন তিনি। জি টিভিতে ‘রাবণ’ ধারাবাহিকে দেখা মেলে ছিল তার। সেইসময় থেকে এখনো পর্যন্ত যতদিন গেছে তার জনপ্রিয়তা দর্শকদের মাঝে বেড়েছে আরো। সম্প্রতি নেহা ভাসিনের সাথে একটি মিউজিক ভিডিওতে কাজ করতে দেখা গিয়েছে তাকে। গানের নাম ‘পারবা’ (Parwah)।
থেকে থেকেই মিডিয়ার চর্চার আলোয় উঠে আসেন রাশ্মি। তবে সম্প্রতি নিজের বোল্ড লুকের সূত্র ধরেই আপাতত চর্চিত রাশ্মি। বর্তমানে অভিনেত্রী হিসেবে প্রায়ই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেন তিনি। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ঝলক মিলবে। এই মুহূর্তে অভিনেত্রী নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন যেখানে তাকে একটি ট্রান্সপারেন্ট পোশাকে দেখা গিয়েছে। অভিনেত্রীর এই নতুন লুক খুব স্বাভাবিকভাবেই যে নেটনাগরিকদের পাশাপাশি তার অগণিত অনুরাগীদের নজর কেড়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।
অভিনেত্রীর বাইজল হওয়া ছবিগুলিতে অভিনেত্রীকে হাই থাই স্লিটেড ট্রান্সপারেন্ট পোশাকে দেখা গিয়েছে। এই পোশাকে অভিনেত্রীর অন্তর্বাস ছিল দৃশ্যমান। মেসি হেয়ারে নিজের টোনড্ বডি দেখিয়েছেন তিনি। এই পোশাকেই ক্যামেরার সামনে একাধিক পোজ দিতে দেখা গিয়েছে রাশ্মিকে। নিজের সাজ পূরণ করার জন্য পায়ে পরেছিলেন ট্রান্সপারেন্ট স্টিলেটো। চোখের উপর ছিল মানানসই মেকাপ। তার চোখে-মুখে ছিল আবেদনের ছোঁয়া। কোনো ফটোশুটের খাতিরেই এমন সাজে সেজে উঠেছিলেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর এই লুক দেখে তার ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। ছবির কমেন্টবক্সে চোখ রাখতেই সেইসমস্ত মন্তব্য চোখে পড়বে। উল্লেখ্য, হিন্দি টেলিভিশন জগতের অন্যতম বোল্ড অভিনেত্রী রাশ্মি দেশাই, সেটা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখতেই স্পষ্ট হবে।
Key Points Registration for the LA 2028 Olympic and Paralympic Games ticket lottery begins in…
Key Points Single-event tickets for the 2028 Los Angeles Olympics and Paralympics will start at…
Key Points Brooklyn Beckham shared a lengthy Instagram post alleging his parents tried to sabotage…
Key Points Fallout Season 2 Episode 5, titled “The Wrangler,” will debut on Prime Video…
Key Points Tensions between Victoria Beckham and Nicola Peltz Beckham reportedly began in 2022. Nicola…
Timothée Chalamet’s latest film, Marty Supreme, has become a box office sensation, shattering records for…