Ration shop: সুখবর! রেশন দোকান থাকলে এবার আপনি আয় করতে পারবেন অতিরিক্ত ৫০ হাজার টাকা করে, কিভাবে জেনে নিন
খাদ্য সচিব সঞ্জীব চোপড়া বৃহস্পতিবার বলেছেন, ফেয়ার প্রাইস শপের মান উন্নয়ন করে সেগুলিকে মাল্টিপারপাস শপ হিসেবে সামনে রাখতে চাইছে ভারত সরকার
দেশে রেশন দোকান এবং ন্যায্য মূল্যের দোকান ব্যবস্থা নিয়ে প্রতিদিন নতুন নতুন নিয়ম জারি করছে ভারত সরকার। এই মুহূর্তে ভারতে প্রায় ৪০ হাজার উচিত মূল্যের দোকানদার রয়েছেন যারা প্রতি মাসে অতিরিক্ত টাকা আয় করছেন। প্রতিমাসে তারা প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সেবা প্রদান করার মাধ্যমে আয় করতে শুরু করেছেন। খাদ্য সচিব সঞ্জীব চোপড়ার এই বয়ানের পরেই শুরু হয়েছে সারাদেশে বিতর্ক। ভারতের সবথেকে বড় নিউজ এজেন্সি IANS এর রিপোর্ট অনুযায়ী, ন্যায্য মূল্যের দোকানকে আরো উন্নত করার লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু করেছে ভারত সরকার।
খাদ্য সচিবের বক্তব্য অনুযায়ী, ন্যায্য মূল্যের দোকানে বিভিন্ন এফএমসিজি পণ্য রেখে সেই দোকানকে আরো উন্নত করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ভারত সরকার। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে এই সম্পর্কিত একটি নোটিশ পাঠানো হয়েছে। শুধুমাত্র পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের জিনিসপত্র নয়, বিভিন্ন ধরনের জিনিস রেশন দোকানে রেখে সেই ফেয়ার প্রাইস শপগুলিকে মানে উন্নত করার বার্তা দিয়েছে খাদ্য দপ্তর। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য এই নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে। এই রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গ আছে। সেই কারণেই বিভিন্ন রেশন দোকানে আপনারা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের জিনিসপত্র ছাড়াও বিভিন্ন ধরনের জিনিস দেখতে পান, যার মধ্যে সাবান থেকে শুরু করে সরষের তেল অবধি আসে।
তার পাশাপাশি, এই মুহূর্তে ভারত সরকারের খাদ্য দপ্তর খাদ্য নিরাপত্তা কর্মসূচির সূচনা করেছে এবং সুবিধাভোগী বা রেশন কার্ড হোল্ডারদের আধার প্রমাণিকরণ এর মাধ্যমে যে কোন ফেয়ার প্রাইস শপ থেকে খাদ্যশস্য তোলার অনুমতি দেওয়া হচ্ছে। পোর্টেবিলিটির এই সিস্টেম সুবিধাভোগীদের আরও সহজে এক্সেস প্রদান করবে এবং সরকার ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড উদ্যোগের অধীনে ৩.৫ কোটিরও বেশি পোর্টেবিলিটি লেনদেন করতে পারবে।