নিউজরাজ্য

নয়া নির্দেশিকায় খুলতে হবে রেশন দোকান, জানিয়ে দিল রাজ্য সরকার

Advertisement

করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রাজ্য সরকার রেশন দোকান খোলা ও বন্ধের সময়সীমা বেঁধে দিলো। খাদ্য ও সরবরাহ দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন রেশন দোকান দুবার করে খোলা থাকবে। প্রথমে সকাল ৪ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এবং তারপরে দুপুর ২ টো থেকে রাত ৮টা পর্যন্ত রেশন দোকান খোলা রাখার দেওয়া হয়েছে।

এর পাশাপাশি নির্দেশিকাতে আগামী ২৫ মে ঈদ-উল-ফিতর উপলক্ষে রেশন দোকান বন্ধ রাখার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, আগামী ৬ মাস বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। লকডাউনে রাজ্যের দুস্থ গরিব মানুষগুলোর যাতে কোনো অসুবিধা না হয় তাই এই ঘোষণা মুখ্যমন্ত্রীর।

রাজ্য সরকারেরতরফ থেকে প্রত্যেকের জন্য এখন ৫ কেজি করে চাল দেবে বলে জানিয়েছে। প্রথমে চাল ও গম দেবার কথা বলা হলেও গম নিয়ে সমস্যা হওয়ায় এখন শুধু চাল দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। রাজ্যের প্রায় ৯ কোটির বেশি মানুষ এই রেশন পরিষেবার পাবার ফলে উপকৃত হবেন। যদিও এই রেশন ব্যবস্থা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে।

Related Articles

Back to top button