Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ration System: রেশন দোকান নিয়ে এবার নয়া সংঘাতে কেন্দ্র-রাজ্য, নতুন কোন ফরমান জারি করল কেন্দ্রের মোদি সরকার?

একাধিক প্রকল্পের খাতে বকেয়া কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে টানা বচসা লেগেই রয়েছে। তার মধ্যে এবার নয়া সংঘাত লেগেছে বলে মিলল খবর। বাংলা রেশন দোকানগুলি থেকে অনলাইনে নানা সরকারি পরিষেবা…

Avatar

একাধিক প্রকল্পের খাতে বকেয়া কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে টানা বচসা লেগেই রয়েছে। তার মধ্যে এবার নয়া সংঘাত লেগেছে বলে মিলল খবর। বাংলা রেশন দোকানগুলি থেকে অনলাইনে নানা সরকারি পরিষেবা প্রধান নিয়ে এবার শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সমস্যা। বাংলা রেশন দোকানগুলিতে রাজ্য সরকারের বাংলা সহায়তা কেন্দ্র থাকবে নাকি কেন্দ্রীয় সরকারের কমন সার্ভিস সেন্টার থাকবে সেটা নিয়ে দুই সরকারের মধ্যে শুরু হয়েছে গোলমাল। কেন্দ্রীয় সরকার চাইছে, রেশন দোকান থেকে অনলাইন সরকারি পরিষেবা দিতে গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে কমন সার্ভিস সেন্টার চালু করা হোক। তবে রাজ্য সরকার এটা চাইছে না কারণ এতে মানুষ সমস্ত পরিষেবা পাবে না।

কেন্দ্রের খাদ্য এবং গণবণ্টন মন্ত্রী পীযুষ গোয়েল সহ মন্ত্রকের শীর্ষকর্তারা এই সম্পর্কে একটি বৈঠক করেছেন রাজ্য সরকারের সাথে। কমন সার্ভিস সেন্টার চালু করার কথা বলে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই একটি চিঠি পাঠানো হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা মানতে একেবারেই নারাজ। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলছেন, ‘আমরা চাইছি যাতে রাজ্যের রেশন দোকানগুলিতে কেন্দ্রীয় সরকারের কমন সার্ভিস সেন্টার নয়, বরং রাজ্য সরকারের বাংলা সহায়তা কেন্দ্র থাকে। কারণ এটার মাধ্যমে রাজ্যের আরো বেশি সংখ্যক মানুষকে অনলাইনে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্পগুলির মধ্যে বাংলা সহায়তা কেন্দ্র অন্যতম একটি প্রকল্প। রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্র থেকে সরকারের ৪০টি দফতরের ৩২৩ ধরনের পরিষেবা অনলাইনে পাওয়া যায়। কেন্দ্রের কমন সার্ভিস সেন্টার দিয়ে এটা সম্ভব নয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখন রাজ্যে ৩৫৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। আরো ১,৪৬৪ টি কেন্দ্র খোলা হবে খুব শীঘ্রই। তাই রাজ্যের প্রায় ২১হাজার রেশন দোকানে যদি বাংলা সহায়তা কেন্দ্র চালু করা যায় তাহলে এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পাবে বিএসকে-র সংখ্যা। সেটা নিয়েই শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সমস্যা।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, ২০টি রাজ্যের রেশন দোকানে কমন সার্ভিস সেন্টার চালু করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এই রাজ্যগুলির প্রায় ৩৩ হাজার ১৮৮টি রেশন দোকান প্রয়োজনীয় আইডি পেয়েছে। যদিও গোটা দেশের নিরিখে এখনো লক্ষ্যমাত্রার ১০ শতাংশ পূরণ হয়নি। এক্ষেত্রে প্রথম স্থান রয়েছে ঝাড়খন্ড। কমন সার্ভিস সেন্টার থেকে অনলাইনে কেন্দ্রীয় সরকারের নানা পরিষেবা ছাড়াও ব্যাংকিং কাজ করতে পারবেন সাধারণ মানুষ। তবে রেশন দোকানগুলি থেকে এই ধরনের পরিষেবা সাধারণ মানুষের কতটা কাজে লাগবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। পশ্চিমবঙ্গে এখনই প্রায় ৫১ হাজার কমন সার্ভিস সেন্টার নথিভুক্ত রয়েছে।

About Author