সকলের সহমতে BCI-এর প্রেসিডেন্টের আসনের অধিকারী হয়েছেন ভারতীয় ক্রিকেটের এক মহা তারকা সৌরভ গাঙ্গুলি। তাকে এই আসনে দেখে খুশি হয়েছে ভারতী ক্রিকেট দল সহ গোটা ক্রিকেট মহল। কিন্তু নীরব ছিলেন দলের কোচ রবি শাস্ত্রী। সকল নীরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন তিনি। সৌরভ গাঙ্গুলি BCI- এর প্রেসিডেন্ট হওয়ায় রবি শাস্ত্রী জানান, তিনি অনেক বছর ধরেই চাইছিলেন যে কোনো এক ক্রিকেটার বোর্ডের হাল ধরুক। যাতে সে একজন ক্রিকেটারের নজরে সকল ইস্যুগুলোকে দেখতে পারে। সৌরভ গাঙ্গুলি BCI-এর প্রেসিডেন্ট হওয়ায় তিনি খুবই খুশি হয়েছেন বলে জানিয়েছেন।
সকল নীরবতা ভেঙে বড় চমক দিলেন রবি শাস্ত্রী! সৌরভকে নিয়ে বললেন এই কথা
সকলের সহমতে BCI-এর প্রেসিডেন্টের আসনের অধিকারী হয়েছেন ভারতীয় ক্রিকেটের এক মহা তারকা সৌরভ গাঙ্গুলি। তাকে এই আসনে দেখে খুশি হয়েছে ভারতী ক্রিকেট দল সহ গোটা ক্রিকেট মহল। কিন্তু নীরব ছিলেন…
