ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে আজকাল প্রায় সকলেই কোনো না কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে টাকা সঞ্চয় করে রাখেন। ভবিষ্যতের জন্য আজকাল টাকা সঞ্চয় করে রাখা অবশ্যই উচিত। সরকারি ব্যাংকের পাশাপাশিও যেসব ব্যাংকের সুদের হার বেশি, সেইসব ব্যাঙ্কে মানুষ বেশি অ্যাকাউন্ট খুলে থাকেন। এক কথায় বলতে গেলে গ্রাহকদের জন্য এখন ব্যাংক পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবার আরবিআইয়ের এক সিদ্ধান্তের জন্য বড়সড় দুঃসংবাদ পেতে চলেছেন এক ব্যাঙ্কের গ্রাহকরা। ঘটনাটি কি জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
আসলে আরবিআই মাঝে মাঝেই বিভিন্ন নির্দেশিকা জারি করে যা মেনে চলতে হয় দেশের সমস্ত ব্যাঙ্ককে। এখনও পর্যন্ত একাধিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে আরবিআই। সেই ধারা বজায় রেখেই এই কেন্দ্রীয় ব্যাংক, আবারো কয়েকটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ৩১ শে মার্চ শেষ হওয়া আর্থিক বছরে, RBI দ্বারা আটটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছিল। এছাড়া সোমবারও চারটি ব্যাংকের বিরুদ্ধে কঠোর জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ধারাবাহিকতায়, আরবিআই এখন কেরালা-ভিত্তিক আদুর কো-অপারেটিভ আরবান ব্যাঙ্কের ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করেছে। এটি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক একটি নন-ব্যাংকিং প্রতিষ্ঠান হিসাবে কাজ করার অনুমতি দিয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের তরফে বলা হয়েছে যে আদুর কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেডকে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের অধীনে ভারতে ব্যাঙ্কিং ব্যবসার জন্য ৩ জানুয়ারী, ১৯৮৭ এ একটি ব্যাঙ্কিং লাইসেন্স দেওয়া হয়েছিল। ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের বিজ্ঞপ্তি ২৪ এপ্রিল, ২০২৩ তারিখে ব্যবসা বন্ধ হওয়ার পর থেকে কার্যকর হয়েছে। যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের টাকা আদুর কো-অপারেটিভ আরবান ব্যাঙ্কে জমা আছে তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত জমার জন্য বীমা কভারের সুবিধা পাবেন। এই বীমা বীমা এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) থেকে পাওয়া যায়। ডিআইসিজিসি হল রিজার্ভ ব্যাঙ্কের একটি সাবসিডিয়ারি, যা কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকদের আর্থিক নিরাপত্তা প্রদান করে। আদুর কো-অপারেটিভ আরবান ব্যাঙ্কে ৫ লক্ষ টাকা বা তার কম জমা থাকা গ্রাহকরা DICGC থেকে সম্পূর্ণ দাবি পাবেন। কিন্তু এই ধরনের গ্রাহক যাদের অ্যাকাউন্টে ৫ লাখ টাকার বেশি জমা আছে, তারা পুরো টাকা পাবেন না।