আজ সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এই রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট কমানোর ফলে এখন তা হল ৪ শতাংশ। আগে যেটা ছিল ৪.৪ শতাংশ।
একইসঙ্গে রিভার্স রেপো রেটও কমিয়ে ৩.৩৫ শতাংশ করেছে রির্জাভ ব্যাঙ্ক ইফ ইন্ডিয়া। দেশের বৃদ্ধির গতি ত্বরাণ্বিত করতে ২৭ মার্চ রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করে আরবিআই। এপ্রিল মাসে অপ্রত্যাশিতভাবে রিভার্স রেপো রেট ৩.৭৫ শতাংশ কমায় আরবিআই।
তিনি বলেছেন যে মনিটারি পলিসি কমিটি এক অনির্ধারিত বৈঠকে বসে এই রেপো রেট কমানোরসর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন যে ৫:১ অনুপাতে ভোটের ভিত্তিতে কতটা কমানো হয়, তা ঠিক করে দেওয়া হয়।
এছাড়া তিনি আজ ঋণ পরিশোধের মোরাটোরিয়ামের সময় আরও তিন মাস বাড়িয়ে দিয়েছেন। আগে যেটা মার্চ থেকে মে মাস পর্যন্ত করা হয়েছিল। এখন সেটা আরও বাড়িয়ে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এছাড়া তিনি জিডিপির হার যে নিম্নমুখী হবে করোনার জন্য, সে কথা ও বলেছেন।