Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গোল্ড লোন নিয়ে বড় পদক্ষেপ নিল RBI, প্রত্যেক ব্যাংক-কেই তিন মাসের মধ্যে দিতে হবে উত্তর

Updated :  Wednesday, October 2, 2024 2:11 PM

ভারতীয় জনজীবনের প্রেক্ষাপটে ব্যাংকের গুরুত্ব যে কতখানি তা বলে দিতে হবে না। ভারত সরকারের একমাত্র কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংকের পাশাপাশি এমন একাধিক ব্যাংকের উপস্থিতি রয়েছে, যেগুলি মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের পাশাপাশি তাদের অর্জিত সম্পদের সুরক্ষা প্রদান করে। বিশেষ করে সহজ সুদে ঋন প্রদানের পাশাপাশি গ্রাহকদের অর্জিত সম্পদের সঠিক মূল্যায়ন দেয় এই সমস্ত ব্যাংকগুলি।

তবে বিগত কয়েক বছরে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলিতে একাধিক অনিয়ম লক্ষ্য করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর এবার সেই জন্য দেশের সমস্ত ব্যাংক গুলিকে করা হুঁশিয়ারি দিয়েছে RBI। বিগত কয়েক বছরে গোল্ড লোনের ওপর একাধিক অনিয়ম দেখা গেছে দেশের বিভিন্ন ব্যাংকে। নির্দিষ্ট পরিমাণ সোনা জমা রাখার পরে যে পরিমাণ অর্থ গ্রাহকদের লোন পাওয়ার কথা, অনেক ক্ষেত্রে গ্রাহকরা তার চেয়ে বেশি পেয়েছেন আবার অনেক ক্ষেত্রে কম পেয়েছেন। এমনকি, লোন পরিশোধের পরেও নির্দিষ্ট পরিমাণ সোনা ফেরত পাননি। এমন ধরনের একাধিক অনিয়ম লক্ষ্য করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার গোল্ড লোনের ওপর সেই সমস্ত অনিয়মের মেরামত করার জন্য রাষ্ট্রের সমস্ত ব্যাংকের কাছে উত্তর চেয়েছে RBI।

গোল্ড লোন কি?

গোল্ড লোন হলো ব্যাংকের এমন একটি উল্লেখযোগ্য সুবিধা, যার মাধ্যমে খুব সহজেই গ্রাহকরা ব্যাংক থেকে লোন পেয়ে থাকেন। অতিরিক্ত নথিপত্র ছাড়াই এই সুবিধা পেতে পারেন গ্রাহকরা। এর জন্য নিজের কাছে গচ্ছিত সোনা ব্যাংকে জমা রেখে সেই সোনার দামের পরিমাণের ওপর নির্ভর করে লোন পেয়ে থাকেন গ্রাহকরা। মূলত, নিজের সোনার সঠিক সুরক্ষা এবং তৎকালীন অর্থের প্রয়োজনে এই লোন গ্রহণ করে থাকেন গ্রাহকরা। শুধু তাই নয়, গোল্ড লোনের একটি বড় সুবিধা হল এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রদান করে গ্রাহকদের। গ্রাহকরা চাইলে কম সুদে স্বল্পমেয়াদি কিংবা দীর্ঘমেয়াদি সময়ের ভিত্তিতে গোল্ড লোন গ্রহণ করতে পারেন।