চেক ভাঙিয়ে টাকা তোলার ক্ষেত্রে কড়া নিয়ম চালু করল RBI

Advertisement

Advertisement

নয়াদিল্লি: চেক ভাঙিয়ে টাকা তোলার ক্ষেত্রে অনেক সময় গ্রাহকদের প্রতারণার শিকার হতে হয়। আর সে কথা মাথায় রেখেই চেক ভাঙিয়ে টাকা তোলার ক্ষেত্রে নযা নিয়ম আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকদের যেভাবে বর্তমানে জালিয়াতির শিকার হতে হচ্ছে, তা যাতে ভবিষ্যতে এড়ানো যায়, সে কথা মাথায় রেখেই এই নতুন নিয়ম লাগু করতে পেরেছে আরবিআই। নতুন নিয়মে বলা হয়েছে 50 হাজার টাকার বেশি টাকা তুলতে গেলে নতুন পদ্ধতিতে তা আগে যাচাই করতে হবে। পজিটিভ পে এই সিস্টেমের মাধ্যমে ব্যাঙ্ক আগে বিভিন্ন তথ্য যাচাই করবে। তারপরে 50 হাজার টাকার বেশি চেক ভাঙানো সম্ভব হবে বলে জানিয়েছে আরবিআই। 2021-এর 1 জানুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু করবে দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক।

Advertisement

তথ্য যাচাইয়ের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে একাধিক তথ্য জানতে চাইতে পারে ব্যাঙ্ক। জানা গিয়েছে, পাঁচ লক্ষ টাকা বা তার বেশি চেক ভাঙাতে হলে এই পজিটিভ পে সিস্টেম বাধ্যতামূলক করা হবে। সুতরাং, সব মিলিয়ে চেক জামা পরলেই টাকা তোলা যাবে না, এমনটা বলাই যায়। এসএমএস, মোবাইল অ্যাপ এবং নেট ব্যাঙ্কিঙ সিস্টেমের মাধ্যমে একাধিক তথ্য যাচাই করার পরই টাকা অন্য একাউন্টে ট্রান্সফার হবে বলে জানা গিয়েছে।

Advertisement

কিন্তু এই পজিটিভ পে আসলে কী? এই সিস্টেম চালু করার আগে গ্রাহকদের কাছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবে ব্যাঙ্কগুলি। জানিয়েছে এসএমএসের মাধ্যমে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। এমনকি ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারের সামনে লিখিতভাবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে, যাতে গ্রাহকদের বুঝতে কোনও অসুবিধা না হয়। এই সিস্টেম চালু করার ফলে টাকা প্রতারণার ঘটনা কম ঘটবে বলেই মনে করছে আরবিআই কর্তৃপক্ষ।

Advertisement
Tags: BankmoneyRBI

Recent Posts