RC Upadhyay Dance: স্বপ্না চৌধুরীর গানে আর সি উপাধ্যায়ের চমৎকার নাচ, ভুলে যাবেন গোরি নাগরিকেও
এই ভিডিওতে স্বপ্না চৌধুরী এবং আরসি উপাধ্যায়ের একটা দারুন তুলনা আপনি করতে পারবেন
এখনকার দিনে হরিয়ানভি গান সারা ভারতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রতিটি হরিয়ানভী নৃত্যশিল্পী তার নিজের দক্ষতা দিয়ে ভারতে একটা পরিচয় তৈরি করে ফেলছে। আপনারা অবশ্যই নাম শুনেছেন স্বপ্না চৌধুরী কিংবা মুসকান বেবীর মতো শিল্পীদের। তবে তাদের ছাড়া আরো অনেক শিল্পী আছেন যারা এই হরিয়ানার ইন্ডাস্ট্রিকে নিজের দক্ষতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। এরকম একজন শিল্পী হলেন আর সি উপাধ্যায়। তার নাচ আপনি কি কোনদিন দেখেছেন? তাহলে আপনি অনেক কিছু কিন্তু মিস করে দিয়েছেন। তার জমকালো নাচ দেখে আপ্লুত হয় গোটা ভারতের মানুষ। আপনিও যদি তার নাচ দেখতে ইচ্ছুক হন তাহলে এই ভিডিওটি একেবারেই আপনার জন্য।
স্বপ্না চৌধুরীর গানে দুরন্ত নাচ
সম্প্রতি আর সি উপাধ্যায়কে দেখা গিয়েছে স্বপ্না চৌধুরীর একটি গানের সঙ্গে একটি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে দুরন্ত নাচ করতে। ‘তেরি আঁখিও কা ইয়ো কাজল, মানে কারে সে গোরি ঘায়ল…’, যদিও এটি স্বপ্না চৌধুরীর ট্রেডমার্ক গান, তবে খুব কমই এমন কোনো নৃত্যশিল্পীই আছেন যিনি এই গানটিতে নাচ করেননি। বলতে গেলে এই গানটি হল হরিয়ানভি দুনিয়ার সবথেকে জনপ্রিয় গান। আজও প্রায় প্রতিটি রাগনি অনুষ্ঠানে এই গানটি বাজানো হয়। গোরি নাগোরি হোক, মুসকান বেবি, সুনিতা বেবি বা রচনা তিওয়ারি, সবাই এই গানের সঙ্গে একবার না একবার নাচ করেছেন।
২০১৭ সালের ভিডিও এখনো ভাইরাল
নিঃসন্দেহে এই গানটি স্বপ্না চৌধুরীর চেয়ে ভালো কেউ পারফর্ম করেননি, কারণ এই পুরো গানটি তার নিজের, কিন্তু আর. সি. উপাধ্যায় ২০১৭ সালে শিকোহপুরে দারুন কভার তৈরি করেছিলেন এই গানের। সেখানে নতুন মন্দির স্থাপন কর্মসূচিতে গিয়ে এই গানের সঙ্গে নাচ করেছিলেন আর সি উপাধ্যায়। যদিও এটি ৭ বছর পুরোনো ভিডিও, কিন্তু এখনো গ্রামবাসীরা এই গান ও নাচ পছন্দ করেছেন। আর. সি. নিজেই তিন বছর আগে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই পারফরম্যান্সের ভিডিও শেয়ার করেছিলেন। গ্রামের মানুষদের কাছে কিন্তু এই ভিডিও নতুন করে জনপ্রিয়তা পেয়েছে আবারও।