Today Trending Newsনিউজরাজ্য

‘প্রধানমন্ত্রীর সাথে CAA নিয়ে আলোচনা করতে রাজি’ : মমতা

Advertisement

প্রধানমন্ত্রীর সাথে নাগরিকত্ব আইন নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার জন্যে প্রধানমন্ত্রীকে আগে নাগরিকত্ব আইন প্রত্যাহার করতে হবে বলে শর্ত দিলেন তিনি। সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চালিয়ে যাওয়ার মধ্যে মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন যে, ‘কাশ্মীর ও সিএএ-এর সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠক ডাকা উচিত ছিল।’

সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা ভালো যে প্রধানমন্ত্রী আলোচনার জন্য প্রস্তুত আছেন তবে আলোচনার আগে উনাকে নাগরিকত্ব আইন প্রত্যাহার করতে হবে। কাশ্মীর ও সিএএ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক ডাকেনি। এনআরসি, এনপিআর এবং সিএএ এই তিনটিই দেশের পক্ষে খারাপ।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা একটি সংযুক্ত ভারত চাই, আমরা সংহত বাংলা চাই। আমরা সিএএ, এনআরসি এবং এনপিআর গ্রহণ করছি না।’

আরও পড়ুন : বিপাকে রাজ্য সরকার, সরস্বতী পুজো উপলক্ষে ছুটি কমানো হল সরকারি কর্মীদের

গত সোমবার পশ্চিমবঙ্গ সরকার কেরালা, পাঞ্জাব, এবং রাজস্থানের পরে চতুর্থ রাজ্য হিসেবে বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন তিনি কখনই রাজ্যে সিএএ, এনআরসি, এনপিআর চালু করতে দেবেন না। তিনি রাজ্য বিধানসভায় গত বছরের সেপ্টেম্বর মাসে এনআরসির বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছিল।

Related Articles

Back to top button