Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মদের গ্লাস মাথায় নিয়ে জামাল কুদু গানে নাচ ববির, এই জামাল কুদু গানের আসল মানে জানেন?

Updated :  Friday, December 15, 2023 11:47 AM

বলিউডের অ্যানিম্যাল সিনেমাটি ইতিমধ্যেই সারা ভারতে ব্যাপক সাড়া জাগিয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবি নিয়ে সকলের মধ্যেই একটা উত্তেজনা রয়েছে। ইতি মধ্যেই ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে এই ছবি। রণবীর কাপুরের এই নতুন লুক পছন্দ করেছেন ভক্তরা। তবে সব থেকে বড় প্লাস পয়েন্ট হল ববি দেওলের অভিনয়। এই ছবির মাধ্যমে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন ধর্মেন্দ্র পুত্র ববি। বলতে গেলে আগেকার রোলের তুলনায় এই রোলে তাকে বেশি ভালো লাগছে বলে দর্শকদের অভিমত। অ্যাকশনে ভরপুর এই সিনেমা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সব জায়গায়। কিন্তু এসবের মাঝেও আলোচনা এবং বিনোদনের খোরাক হিসেবে জায়গা করে নিয়েছে ববি দেওয়ালের প্রথম দৃশ্যের গান অর্থাৎ এন্ট্রি সং জামাল কুদু। ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে টিকটকে তারকা থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীরা এই গান দিয়ে তৈরি করছেন রিল এবং ছোট ছোট ভিডিও। কিন্তু এই গানের আসল অর্থ কি। চলুন জেনে নেওয়া যাক এর নেপথের আসল গল্প।

আদতে এই গানটি কিন্তু বেশ পুরনো। ব্যান্ড ধারার এই গানটিতে একটা লোক গানের আভাস পাওয়া যায়। ২০১৩ সালে ইউটিউবে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল এবং এই ভিডিওতে মেয়েদের স্কাউটের একটি কোরাস গান হিসেবে দেখানো হয়েছিল এই জামাল কুদু গানটিকে। এই গানটি নির্মাণ করেছেন ইরানের খতেরে নামের একটি দল। আদতে এই গানটি ইরানের বান্দারি ঘরানার গান। এই ধারার গান মূলত স্থির এবং গতিশীল দুই ধরনের তালে একসাথে শোনা যায়। গানের ছন্দের তাহলে নাচ করার জন্য এই ধরনের গান পরিবেশন করা হয়ে থাকে ইরানে। আর এখানে বান্দারি শব্দটি এসেছে বন্দর শব্দ থেকে।

এই গানটি আদতে একটি প্রেমের গান। তবে ইরানে বহু বছর ধরে এই গানটি ব্যবহার করা হচ্ছে একটি বিয়ের গান হিসেবে। অ্যানিমেল সিনেমায় যেটুকু ব্যবহার করা হয়েছে তার অর্থ হলো, ‘ও আমার প্রিয়, আমার ভালোবাসা। আমার মন নিয়ে খেলা করো না/আমায় অবহেলা করো না। তুমি একটি নতুন যাত্রা শুরু করবে, আর আমি এদিকে পাগলপ্রায়। ও আমার প্রিয়, আমার ভালোবাসা।’ আদতে সিনেমার মূল গানটিও কোরাস। অভিনেতা ববি দেওল নিজের টুইটার হ্যান্ডেলে এই গানের ভিডিও শেয়ার করেছিলেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছে এই গান।