টেক বার্তা

iPhone-এর সাথে টক্কর দিতে প্রস্তুত Realme-র এই 5G স্মার্টফোন, 200MP ক্যামেরা সহ থাকছে অবিশ্বাস্য ফির্চাস

Realme 12 Pro 5G ফোনের ডিসপ্লের কথা বলি, তবে দুর্দান্ত এই স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সহ 6.7  ইঞ্চির সুপার অ্যামোলেট ডিসপ্লে দেখতে পাবেন গ্রাহকরা।

Advertisement
Advertisement

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্ট ফোন ক্রয় করতে চান, তবে আমাদের আজকের নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়ুন। আজ আমরা আপনাদের এমন দুটি দুর্দান্ত স্মার্টফোন সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি, যেটি দেখার পর আপনার পছন্দের স্মার্ট ফোন খুঁজে পেতে মোটেও অসুবিধা হবে না। যদি এই মুহূর্তে আপনার বাজেট 20,000-25,000 টাকার মধ্যে হয়, তবে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, দুর্দান্ত এই স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে।

Advertisement
Advertisement

প্রথমেই আমরা আপনাদের বলি, চায়না মোবাইল প্রস্তুতকারক সংস্থা Realme এবার গ্রাহকদের জন্য ধাসু স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে। আমরা আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই স্মার্টফোনটি গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ করবে সংস্থাটি। আমরা আপনাদের জানিয়ে রাখি, Realme 12 Pro 5G নামের এই স্মার্টফোনটির বিক্রয় মূল্য ভারতের বাজারে 25,000 টাকার কাছাকাছি হতে পারে।

Advertisement

ভারতের বাজারে লঞ্চ হতে চলা Realme 12 Pro 5G স্মার্টফোনে বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে। যেখানে প্রাথমিক সেন্সর হিসেবে ১০৮ মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরা পারবেন গ্রাহকরা। তাছাড়া একটি ফ্লাশ লাইটের সাথে এর ব্যাক প্যানেলে 13 MP + 2 MP ক্যামেরা সেটআপ পাবেন গ্রাহকরা। পাশাপাশি দুর্দান্ত এই মোবাইলে সেলফি প্রেমীদের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকবে।

Advertisement
Advertisement

এছাড়া যদি Realme 12 Pro 5G ফোনের ডিসপ্লের কথা বলি, তবে দুর্দান্ত এই স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সহ 6.7  ইঞ্চির সুপার অ্যামোলেট ডিসপ্লে দেখতে পাবেন গ্রাহকরা। সাথে ফোনটি Qualcomm Snapdragon 6 Gen1 সিরিজের প্রসেসর দ্বারা চালিত হবে দুর্দান্ত এই স্মার্টফোনটি। এছাড়া, 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টসহ 5,000mAh-এর ব্যাটারি প্যাক দেখা যাবে দুর্দান্ত এই মুঠোফোনে। পাশাপাশি, শক্তিশালী এই স্মার্টফোনে 8 GB RAM + 8 GB Virtual RAM এবং 128 GB Inbuilt Memory সাপোর্ট পাবেন গ্রাহকরা।

Related Articles

Back to top button