Iphone 14 Pro এর মতো স্মার্টফোন লঞ্চ করছে Realme, দাম হবে ১০ হাজার টাকার কম
আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো মিনি ক্যাপসুল অপশন থাকবে এই স্মার্টফোনে
আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা বলতে গেলে অন্যতম জনপ্রিয় কোম্পানি হিসাবে সামনে আসে Realme। তাদের বাজেট রেঞ্জের C সিরিজের দুটি ফোন এই বছর লঞ্চ করেছে কোম্পানি। বছরের শুরুতেই প্রকাশ পেয়েছিল C55। এবার সম্প্রতি কোম্পানি Realme C51 নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনে কি কি ফিচার পাওয়া যাবে এবং তার দাম কত হবে এই সম্বন্ধে জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
আপনাদের জানিয়ে রাখি Realme কোম্পানির এই নতুন স্মার্টফোন Iphone 14 Pro এর মত দেখতে হবে। এতে একটি ওয়াটারড্রপ নচ থাকবে এবং আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো কোনো ফিচার থাকবে। এই মিনি ক্যাপসুল জায়গাতে ব্যবহারকারীদের উপযোগী তথ্য যেমন ডাটা ইউসেজ, চার্জিং স্ট্যাটাস এবং নোটিফিকেশন দেখা যাবে। ফোনের সিম স্লট থাকবে বামদিকে এবং ভলিউম রকার এবং পাওয়ার বোতাম থাকবে ডানদিকে। এই ফোনটি হালকা নীল এবং কালো এই দুই কালার অপশনে পাওয়া যাবে।
Realme C51 ৮ GB RAM এবং ৬৪ GB স্টোরেজ সহ আসবে। এতে ৩৩W ফাস্ট চার্জিং সহ একটি ৫,০০০mAh ব্যাটারি থাকবে। এছাড়া এতে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ। বাকি এই অন্যান্য স্পেসিফিকেশন সম্বন্ধে এখনো বিস্তারিত তেমন কিছু জানা যায়নি। এই ফোনের দাম ১০ হাজার টাকার নিচে হওয়ার আশা করা হচ্ছে।