Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিনামূল্যে দেখতে পাবেন আইপিএল, একদম সস্তার প্ল্যান আনল Jio

ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থার রিলায়েন্স জিও সম্প্রতি লঞ্চ করে দিয়েছে তাদের একেবারে নতুন প্রিপেড প্ল্যান যাতে মাত্র ৫৯৮ টাকা খরচ করলেই আপনারা পেয়ে যাবেন Disney+Hotstar ভিআইপি মেম্বারশিপ। এই নতুন…

Avatar

ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থার রিলায়েন্স জিও সম্প্রতি লঞ্চ করে দিয়েছে তাদের একেবারে নতুন প্রিপেড প্ল্যান যাতে মাত্র ৫৯৮ টাকা খরচ করলেই আপনারা পেয়ে যাবেন Disney+Hotstar ভিআইপি মেম্বারশিপ। এই নতুন প্ল্যানের পরে এবারে এই কোম্পানির কাছে বর্তমানে রয়েছে ৪টি প্রিপেড প্ল্যান যেখানে ভয়েস কলিং এবং ডেটা বেনিফিট একসাথে পাওয়া যাবে। এই প্ল্যান গুলির মূল্য যথাক্রমে ৪০১, ৫৯৮, ৭৭৭ এবং ২,৫৯৯ টাকা। এছাড়াও কোন কলিং এবং এসএমএস বেনিফিট বাদ দিয়ে রিলায়েন্স জিও আপনাকে অনেকগুলি ডাটা প্যাকেজ দিচ্ছে।

এবার এই নতুন লঞ্চ হওয়া ৫৯৮ টাকার প্যাকে আপনারা পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ৫৬ দিনের ভ্যালিডিটি। এছাড়াও থাকছে ৩৯৯ টাকার ১ বছরের Disney+Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশন এ আপনারা বিনামূল্যে আইপিএল দেখতে পারবেন Disney+Hotstar অ্যাপ্লিকেশনে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বেনিফিট –

এই নতুন প্ল্যান এর সঙ্গে আপনাকে দেওয়া হবে ২ জিবি করে প্রতিদিন হাই স্পিড ডাটা। ২ জিবি শেষ হয়ে গেলে আপনার নেটের স্পিড কমিয়ে ৬৪ kbps করে দেওয়া হবে। আপনারা আনলিমিটেড জিও থেকে জিও ভয়েস কল করতে পারবেন। এ ছাড়া যদি অন্য নেটওয়ার্কে কল করতে হয় তাহলে আপনি পাবেন ২,০০০ মিনিট বিনামূল্যে। সঙ্গে থাকে প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা। আপনাদের জানিয়ে রাখি, এই প্ল্যানের বৈধতা ৫৬ দিনের।

এই প্ল্যানের সঙ্গে আপনারা বিনামূল্যে ৩৯৯ টাকার Disney+Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনারা ২০২০ আইপিএল দেখতে পাবেন Disney+Hotstar প্লাটফর্মে একেবারে বিনামূল্যে। তবে, মনে রাখবেন টানা ১ বছর ধরে যদি Disney+Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন ব্যবহার করতে হয় তাহলে আপনাকে জিও নেটওয়ার্ক এই থাকতে হবে। অন্য নেটওয়ার্কে নিজের নম্বর পোর্ট করে ফেললে, সাবস্ক্রিপশন আর কাজ করবে না।

About Author