Jio র নতুন ধামাকাদার প্ল্যান, ৬১ টাকার স্পেশাল রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে
Jio কোম্পানির জন্য উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে শিখেছে ভারতবাসী
টেলিযোগাযোগ সেক্টরে সস্তা রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে জিওর নাম প্রথমেই আসে। ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলি জিও। টেলিকম ইন্ড্রাস্ট্রিতে শেষ কয়েক বছরে রীতিমত আধিপত্য বিস্তার করেছে মুকেশ আম্বানির জিও কোম্পানি। এই জিও কোম্পানি মার্কেট রেটের তুলনায় অনেক সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান এনে দেশবাসীর মন জয় করে নিয়েছেন। এই কোম্পানির হাত ধরেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে শিখেছে ভারতবাসী। গ্রাহকদের চাহিদা পূরণে জিও সবসময়ই সাশ্রয়ী মূল্যের প্ল্যান লঞ্চ করে থাকে। ইতিমধ্যেই জিও দেশের একাধিক শহরকে 5G পরিষেবা দেওয়া শুরু করেছে। সেই ধারাবাহিকতায় জিও এবার ৬১ টাকার একটি স্পেশাল রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন।
এই প্ল্যানে ৬ জিবি ডেটাও দেওয়া হচ্ছে। তবে 5G ডেটার ক্ষেত্রে স্পিড নির্ভর করবে এলাকার 5G কভারেজের ওপর। 5G কভারেজ থাকলে দ্রুত গতিতে ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানটি শুধুমাত্র 4G গ্রাহকদের জন্য প্রযোজ্য। 4G গ্রাহকরা এই প্ল্যানটি রিচার্জ করলে তাদের সিম 5G তে আপগ্রেড হয়ে যাবে।
এই প্ল্যানটি রিচার্জ করতে হলে গ্রাহকদের অবশ্যই একটি অ্যাক্টিভ রিচার্জ প্ল্যান থাকতে হবে। ৬১ টাকার প্ল্যানটি Rs119, Rs149, Rs179, Rs199 & Rs209 প্ল্যানের সঙ্গেও এপ্লিক্যাবল। এই প্ল্যানটি গ্রাহকদের জন্য একটি চমৎকার অফার। ৬১ টাকায় আনলিমিটেড 5G ডেটা পাওয়াটা বেশ আকর্ষণীয়। তবে 5G কভারেজের বিষয়টি মাথায় রাখতে হবে।