রোগী মৃত্যুতে আক্রান্ত চিকিৎসক, ভাঙচুর হাসপাতালে, গ্রেফতার রোগীর ৩ আত্মীয়
দেশ জুড়ে করোনা মহামারির বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করে চলেছে চিকিৎসক-নার্সরা। লকডাউনের কারণে সবাই যখন বাড়িতে নিরাপদে থাকছেন, তখন নিজেদের প্রিয়জনদের থেকে দূরে নিরন্তর দেশসেবা করে চলেছেন চিকিৎসকরা। কিন্তু চিকিৎসকদের প্রতি কিছু মানুষের বর্বরোচিত ব্যবহার প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে আমাদের মানবিকতাকে।
গতকাল এক রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনায় কামারহাটিতে। উত্তর ২৪ পরগনার সাগর দত্ত মেডিক্যাল কলেজে চিকিৎসা চলাকালীন শুক্রবার এক রোগীর মৃত্যু ঘটে। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে চিকিৎসকদের উপর চড়াও হয় রোগীর আত্মীয়রা। ব্যাপক ভাঙচুর চালানো হয় হাসপাতালে। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর ২৪ পরগণা জেলা পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যে রোগীর ৩ আত্মীয়কে গ্রেফতার করেছে।
West Bengal: Relatives of a patient who died in the hospital during treatment, allegedly vandalised Sagore Dutta Hospital and Medical College at Kamarhati (North 24 Parganas district), yesterday. Police have arrested 3 people in connection with the incident pic.twitter.com/bGo9DhBFnU
— ANI (@ANI) May 2, 2020
এই ঘটনা প্রমাণ করে যে, করোনামহামারি চলাকালীন চিকিৎসকরা মানুষের সেবা করার নিরন্তর প্রয়াস চালালেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি মানুষ বিন্দুমাত্র শ্রদ্ধাশীল নয়। যে কারণে কিছু মানুষ রোগী মৃত্যুর বাহানায় বারবার চড়াও হচ্ছে চিকিৎসকদের উপর। দেশে যেখানে চিকিৎসকের সংখ্যা অপ্রতুল। কোভিড আক্রান্ত দেশে মহামারি ব্যাপক আকার ধারণ করলে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসকদের উপর সেই দেশের সাধারণ মানুষের এমন ব্যবহার হতাশাজনক।