নিমেষের মধ্যেই চিহ্নিত হবে করোনা, ইজরায়েল থেকে ভারতে নতুন মেশিন আনছে রিলায়েন্স
ইজরায়েলের সংস্থার সঙ্গে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর প্রায় দেড় কোটি মার্কিন ডলারের চুক্তি হয়ে গিয়েছে ওই মেশিন আনার জন্য
ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি সামলাতে গিয়ে রীতীমতো নাজেহাল হয়ে পড়েছে গোটা ভারত বর্ষ। প্রত্যেকটি রাজ্যের হাজারে হাজারে করণা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে দেশের করনা নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। পৃথিবীর কয়েকটি দেশে করোনা সংক্রমণ একেবারে কমিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এদের মধ্যে একটি দেশ হল ইজরায়েল। এবার সেই দেশ থেকেই বিশেষ মেশিন এবং প্রশিক্ষিত লোকজনের টিম নিয়ে আসার জন্য উদ্যোগী হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
মুকেশ আম্বানি জানিয়েছেন, যে নতুন মেশিন আসছে তাতে মুহূর্তের মধ্যেই করনা পজেটিভ না কি নেগেটিভ ধরা পড়বে। জানা যাচ্ছে ইজরায়েলের একটি স্টার্টআপ বিজনেস এই নতুন মেশিনটি বানিয়েছেন এবং তারাই একটি বিশেষজ্ঞ টিম পাঠাতে চলেছেন ভারতে। ভারতে গেছে তারা বিশেষ প্রশিক্ষণ দেবেন ভারতীয়দের। ১ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার খরচ করে এই টিম নিয়ে আসছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তারা এই মেশিনের ব্যাপারে লোকজনকে জানিয়ে যাবেন।
এই মেশিনটি নাম দেওয়া হয়েছে কোভিড আইডেন্টিফিকেশন সলিউশন মেশিন। এই মেশিনটি ভারতে আসলে অত্যন্ত দ্রুত করোনা পরীক্ষা হয়ে যাবে। ইতিমধ্যেই যে ইজরাইলি সংস্থা এই মেশিনটি বানিয়েছে তারা অনুমোদন পেয়ে গেছে। ওই সংস্থা তৈরি ব্রেথ টেস্টিং সিস্টেম ভারতের নিয়ে আসার জন্য গত বছর দেড় কোটি মার্কিন ডলারের চুক্তি করে ফেলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। মাসে ১ কোটি টাকা খরচ করলে এইসব মেশিন কয়েক লাখ টেস্ট করে ফেলতে পারবে মুহূর্তের মধ্যে।
ইসরাইল সরকার বিশ্বের মোট সাতটি দেশের মধ্যে তাদের নাগরিকদের যাওয়ায় নিষেধাজ্ঞা জানিয়েছে। এই দেশ গুলির মধ্যে অন্যতম একটি দেশ হলো ভারত। সেরকম যদি ভবিষ্যতে আর না হয় সেইজন্য এবারে ইজরায়েলে তরফ থেকে ভারতের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সংস্থাটি ভারতে এসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর একটি টিমকে প্রশিক্ষণ দেবে। কয়েক সেকেন্ডের মাধ্যমে এই সিস্টেম ব্যবহার করে করোনা পরীক্ষা করে ফেলা যাবে।