রিলায়েন্স জিওর তরফ থেকে তার ওয়্যারলেস ডেটা এবং ভয়েস ট্র্যাফিকের সামগ্রিক পরিমাণে অবিচ্ছিন্ন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। অক্টোবর-ডিসেম্বর ২০১৯ এ মোট ডেটা ব্যবহৃত হয়েছে ১২.০৮ বিলিয়ন জিবি যা বাৎসরিক ৩৯.৯ শতাংশ বৃদ্ধি।
এছাড়াও ভয়েস কলিং এও ৩০ শতাংশ বেড়ে ৮২৬.৪ বিলিয়ন মিনিট ব্যবহৃত হয়েছে। শুধু তাই নয় গ্রাহক সংখ্যারও একটি অবিচ্ছিন্ন বৃদ্ধি নজরে এসছে। ২০১৯-২০২০ আর্থিক বছরে ওয়ারলেস ডেটা ব্যবহার Q1 এর ১০.০৯ বিলিয়ন জিবি থেকে Q2 তে ১২.০২ বিলিয়ন জিবি এবং Q3 তে বেড়ে ১২.০৮ বিলিয়ন জিবি হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : আর মাত্র দশ দিন, হোয়াটসঅ্যাপ কাজ করবে না এই ফোন গুলোতে
এছাড়া ভয়েস কলিং Q1 এর ৭৮৫.৯ বিলিয়ন মিনিট থেকে বেড়ে Q2 তে ৮১২.৬ বিলিয়ন মিনিট তারপর Q3 তে ৮২৬.৪ বিলিয়ন মিনিট হয়েছে। যা ডেটা এবং ভয়েস কলের ওপর দৃষ্টান্তমূলক বৃদ্ধি।
উল্লেখযোগ্য ব্যাপার হল ডিসেম্বর ২০১৯ এ প্রতিটি গ্রাহকের ব্যয় বেড়ে ১২০ থেকে ১২৮ টাকা হয়েছে। এতে ২২ মিলিয়ন গ্রাহক জিও ছেড়ে গেলেও অক্টোবর থেকে ডিসেম্বরে ৩৭.১ মিলিয়ন নতুন গ্রাহকের সংযোজন হয়েছে বলে জিওর তরফ থেকে জানানো হচ্ছে।