ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বাজারে আসছে রিলায়েন্স জিওর মিউচুয়াল ফান্ড

Advertisement

টেলিকম সেক্টরে বিপ্লব আনার পর এবার মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স জিও নতুন বছরে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম JioMoney এর মাধ্যমে মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য আর্থিক পরিষেবাগুলিতে কাজ করার পরিকল্পনা করেছে। জিও মানি হল রিলায়েন্স জিওর মোবাইল ওয়ালেট অ্যাপ, যা ব্যবহারকরে বিভিন্ন আর্থিক পরিষেবা যেমন মোবাইল রিচার্জ, বিল পরিশোধ, টাকা ট্রান্সফার, ডিটিএইচ রিচার্জ করা যায়।

সংস্থার এক সিনিয়র এক্সিকিউটিভ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রিলায়েন্স জিও গত কয়েক মাস ধরে আর্থিক পরিষেবা চালু করার বিষয়ে কাজ করছে। পরের বছরই এটা চালু হয়ে যাবে বলে আমরা আশাবাদী।’ রিলায়েন্স জিও ইতিমধ্যেই সংস্থার কিছু কর্মীদের মধ্যে তাদের এই নতুন আর্থিক পরিষেবার কিছু টেস্টিং চালু করেছে।

আরও পড়ুন : এবার আরও বেশি সস্তায় পাওয়া যাবে তিভি চ্যানেল, জানুন কিভাবে

জানা যাচ্ছে রিলায়েন্স জিও ইতিমধ্যেই তাদের মিউচুয়াল ফান্ড বিভাগের জন্য কিছু নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এবং রিজার্ভ ব্যাংকের থেকে অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর এর লাইসেন্সও পেয়ে গেছে। বর্তমানে ২৭ লক্ষ কোটি টাকার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ৪৪ টি প্রধান কোম্পানি আছে। বর্তমানে ভারতে একটি অন্যতম ভবিষ্যত নির্ধারণ শিল্প হচ্ছে মিউচুয়াল ফান্ড, তাই মুকেশ আম্বানির কোম্পানি যে সেখানে ব্যবসা করবেই একথা বলাই বাহুল্য।

Related Articles

Back to top button