এই মাসের শেষের দিকেই ভারতের বাজারে পাওয়া যাবে অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডেসিভির। এই অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডেসিভির এখন থেকে দেশের সমস্ত ওষুধের দোকানে মিলবে বলে জানা গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদনেই বাজারে মিলবে গিলিয়ড সায়েন্সের তৈরী এই প্রতিষেধক। তবে এই ওষুধের বিশেষ কিছু বিধিনিষেধ মানতে হবে।
অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডেসিভির হল এক ধরণের ইনজেকশন। তবে ১২ বছরের নিচে শিশুরা, গর্ভবতী মহিলা, স্তন্যদায়ী মা এবং মূত্রাশয়ে কোনো সমস্যা থাকলে রোগীদের এই ইনজেকশন দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই প্রতিষেধক অক্সিজেন সাপোর্টে থাকা করোনা রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা রোগীদের ওপর নিয়মিতভাবে রেমডেসিভির প্রয়োগ করা হচ্ছে। কিন্তু তবুও এই ওষুধকে করোনার সিলমোহর দেওয়া হয়নি, সিলমোহর দেবার জন্য আরও ক্লিনিক্যাল পরীক্ষানিরীক্ষা করতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রসঙ্গত, এই মাসের ১ তারিখ থেকেই এই ওষুধ উৎপাদনের জন্য কেবিদ্রো অনুমতি দিয়েছে। ৬ টি সংস্থা এই ওষুধ তৈরী ও বিক্রি করার জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছে। সূত্রের খবর অনুযায়ী, ৫ টি সংস্থা গিলিয়ড সায়েন্সের সঙ্গে চুক্তি ও করেছে।