দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রীই বলিউডে নিজেদের ভাগ্য চেষ্টা করেছেন। তাদের অনেকেই বলিউডের নামিদামি অভিনেতাদের সাথে তাদের অভিষেক ঘটিয়েছেন, কিন্তু তারপরে আর সাফল্য পেতে পারেননি। এমনই একজন অভিনেত্রী হলেন ভূমিকা চাওলা। ভূমিকা চাওলা সালমান খানের ছবি ‘তেরে নাম’ দিয়ে বলিউডে ডেবিউ করেন। এই অভিনেত্রীর প্রথম ছবিই বক্স অফিসে সুপারহিট প্রমাণিত হয়। ‘তেরে নাম’ ভূমিকা চাওলাকে রাতারাতি সুপারস্টার বানিয়েছিল, কিন্তু এই অভিনেত্রীর খ্যাতি বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি।
‘তেরে নাম’ মুক্তির পর সবাই ভেবেছিলেন ভূমিকা চাওলা বলিউডে বড় নাম হয়ে উঠবেন। কিন্তু তা হয়নি। ভূমিকা চাওলা ‘তেরে নাম’-এর পর বলিউডের অনেক ছবিতে কাজ করলেও নিজের প্রথম ছবির মতো সাফল্য পেতে পারেননি এই অভিনেত্রী। ভূমিকাকে ‘রান’, ‘সিলসিলা’, ‘দিল নে জো ভি কাহা’-এর মতো ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিগুলোর কোনোটিই বক্স অফিসে চমক দেখাতে পারেনি।
বলিউডে ফ্লপ হওয়ার পর ভূমিকা চাওলা দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝুঁকেছিলেন। অনেকে ভেবেছিলেন, তার কেরিয়ার এখানেই শেষ। কিন্তু সবাইকে ভুল প্রমানিত করে দক্ষিণের জগতে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী। তবে, দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি পেয়েছিলেন নিজের কাঙ্ক্ষিত সাফল্যটা। এই অভিনেত্রীর প্রথম দক্ষিণী ছবিই সুপারহিট হয়েছিল। এরপর ভূমিকা চাওলা তেলেগু, তামিল ও মালায়ালাম ভাষার অনেক ছবিতে কাজ করেন। বর্তমানে এই অভিনেত্রী দক্ষিণের অন্যতম সফল অভিনেত্রী।
‘তেরে নাম’-এ ‘নির্জারা’ চরিত্রে অভিনয় করে কোটি মানুষের মন জয় করা এই অভিনেত্রীর আসল প্রেমের গল্প বছরের পর বছর সম্পর্ক গোপন রেখেছিলেন। চলচ্চিত্রে প্রবেশের পর, ভূমিকা যোগ ব্যায়াম শিখতে শুরু করেন এবং এই সময়ে তিনি তার যোগ শিক্ষক ভরত ঠাকুরের প্রেমে পড়ে যান। যোগব্যায়াম শেখার কয়েকদিনের মধ্যেই এই অভিনেত্রী তার শিক্ষকের প্রেমে পড়েন এবং দুজনেই ডেটিং শুরু করেন।
ভূমিকা চাওলা এবং ভরত ঠাকুর তাদের সম্পর্ককে চার বছর ধরে বিশ্বের আড়ালে করেছিলেন। বছরের পর বছর একে অপরকে ডেট করার পর, দম্পতি ২০০৭ সালে একটি গুরুদ্বারায় গাঁটছড়া বাঁধেন। বিয়ের প্রায় ৭ বছর পর এই দম্পতি তাদের প্রথম সন্তানকে স্বাগত জানায়। আজ ভূমিকা তার পারিবারিক জীবন এবং দক্ষিণী চলচ্চিত্রে সাফল্য উপভোগ করছেন।