Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

দারুন সুখবর, করোনার ভ্যাকসিনের পরীক্ষায় ইতিবাচক ফল, দাবী গবেষকদের

Advertisement

করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। এখনো পর্যন্ত ৭০ হাজার জনের বেশি মানুষ মারা গেছে এই মারণ ভাইরাসের ফলে। এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি এই ভাইরাসের। এই পরিস্থিতিতে পিটসবার্গের স্কুল অফ মেডিসিনের একদল বৈজ্ঞানিকরা দাবি করেছেন মারণ এই ভাইরাস ঠেকানোর উপায় তারা বের করে ফেলেছে। করোনা ভাইরাসের ভ্যাকসিন তারা আবিষ্কার করেছে বলে দাবি করেছে তারা।

এই বিজ্ঞানীরা জানাচ্ছেন তারা ইঁদুরের উপরে এই ভ্যাকসিন পরীক্ষা করে দেখেছেন এবং তাতে ইতিবাচক ফল মিলেছে বলে জানিয়েছেন তাঁরা। এই গবেষণাটি পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এবং UPMC এর যৌথ উদ্যোগে চালানো হচ্ছে। ল্যানসেট ইবায়োমিডিসিন নামে একটি মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফলাফল। এর সাথে যুক্ত বিজ্ঞানীদের দাবি, এই ভ্যাকসিন করোনা ভাইরাসের বিরুদ্ধে মানব শরীরে খুব তাড়াতাড়ি অ্যান্টিবডি তৈরি করবে।

পিটসবার্গ স্কুল অব মেডিসিনের গবেষক-অধ্যাপক অ্যান্দ্রেয়া গ্যামবোট্টো জানাচ্ছেন, ‘২০০৩ সালের সার্স এবং ২০১৪ সালের মার্স ভাইরাসের ভ্যাকসিনও তৈরি হয়েছিল এখানে। এই করোনা ভাইরাসের সাথে ওই সার্স এবং মার্স ভাইরাসের মিল আছে। তাই সেখান থেকেই করোনার ভ্যাকসিন ক্যানডিডেট কেমন হবে তা অনুমান করা গেছে।’ মানুষের উপর এই ভ্যাকসিনের প্রয়োগ খুব তাড়াতাড়ি করা হবে বলেই জানাচ্ছেন গবেষকরা। সেখানে সাফল্য পেলে করোনা আক্রান্ত সকলের জন্যই এই ভ্যাকসিন আনা হবে বলে জানিয়েছেন পিটসবার্গের গবেষকরা।

Related Articles

Back to top button