Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘হাতের মুঠোয় করোনার প্রতিষেধক’ দাবি অষ্ট্রেলিয়ার গবেষকদের

করোনা ভাইরাসে আক্রান্ত সারা বিশ্ব। একের পর ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস। আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে চারিদিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'বিশ্ব মহামারি' ঘোষণা করতে বাধ্য হয়েছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে চাঞ্চল্যকর…

Avatar

করোনা ভাইরাসে আক্রান্ত সারা বিশ্ব। একের পর ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস। আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে চারিদিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘বিশ্ব মহামারি’ ঘোষণা করতে বাধ্য হয়েছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে চাঞ্চল্যকর দাবি করলেন অস্ট্রেলিয়ার একদল গবেষক। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলের দাবি, করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা আবিষ্কার করেছেন তাঁরা। খুব শীঘ্রই তা বাজারে নিয়ে আসা হবে। তাঁদের দাবি, চলতি মাসের শেষের দিকে এই ওষুধ ব্যবহার করতে পারবেন করোনা আক্রান্ত ব্যক্তিরা।

গবেষক দলের নেতৃত্বে থাকা ডেভিড প্যাটারসন সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন, ‘করোনা ভাইরাস আটকাতে এই প্রতিষেধক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই প্রতিষেধক মানুষকে দ্রুত সুস্থ করে তুলবে।’ একইসঙ্গে তিনি আরও যোগ করেন যে, ‘করোনার প্রতিষেধক মূলত দুটি রোগের ওষুধের সমন্বয়ে তৈরী করা হয়েছে। সেই দুটি রোগ হলো ম্যালেরিয়া ও এইচআইভি। করোনার এই প্রতিষেধক মানুষকে সুস্থ করে তুলবেই।’ কথাগুলো বলার বেশ আত্মবিশ্বাসী শোনায় প্যাটারসনের গলা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘করোনা নিয়ে ভয়ের কিছু নেই, সরকার যথাসম্ভব ব্যবস্থা করেছে’, বললেন নরেন্দ্র মোদী

অবশ্য এর আগে কানাডার একদল বিজ্ঞানী আশার কথা শুনিয়েছেন। এক বাঙালি বিজ্ঞানী অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়ও করোনার প্রতিষেধক আবিষ্কার করেছেন বলে দাবি করেন। করোনা থেকে মুক্তির উপায় খুঁজতে বিজ্ঞানীদের গবেষণা জারি রয়েছে। যেই আবিষ্কার করুক না আপাতত করোনা থেকে মুক্তি চাইছে গোটা বিশ্ব।

About Author