করোনা মোকাবিলায় ৫০,০০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ সাথে একগুচ্ছ ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের
নয়া দিল্লি : রিভার্স রেপো রেট কমানোর ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিভার্স রেপো রেট কমানো হলো ২৫ বেসিস পয়েন্ট। করোনা ভাইরাসের প্রভাবে থমকে গেছে দেশের আর্থিক বৃদ্ধি। অর্থনীতি ঠেকেছে তলানিতে। এই অবস্থায় করোনা ভাইরাসের সঙ্গে লড়তে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করলো রিজার্ভ ব্যাংক।
আজ রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে অর্থনীতিকে চাঙ্গা করতে এই ঘোষণা করলেন তিনি।,২৫ বেসিস পয়েন্ট কমে রিভার্স রেপো রেট হচ্ছে ৩.৭৫%, আগে যা ছিল ৪%। রিভার্স রেপো রেট কমলেও রেপো রেট অপরিবর্তিত থাকছে বলেই জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর।
এছাড়াও ক্ষুদ্র শিল্প বাঁচাতে ৫০,০০০ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেন তিনি। আবাসন প্রকল্পের জন্য ১০,০০০ কোটি এবং ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান গুলোর জন্য ৫০,০০০ কোটি টাকার আর্থিক প্যাকেজও ঘোষণা করেন।