RBI MPC Meet: EMI নিয়ে স্বস্তির খবর, রেপো রেট অপরিবর্তিত ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাংকের গভর্নরের তরফ থেকে এই সম্পর্কে একটা বড় ঘোষণা করা হয়েছে মনিটারি পলিসি কমিটি বৈঠকের পর
কিছুদিন আগেই মিটেছে লোকসভা নির্বাচন। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, আগামী রবিবার ৯ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদি। তার মাঝেই এবার রিজার্ভ ব্যাংকের তরফ থেকে চলে এলো একটা বড় খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে আরো একবার রেপো রেট একই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তি কান্ত দাস জানিয়েছেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ রাখতে এবং অর্থনৈতিক বৃদ্ধি বজায় রাখতে এই মুহূর্তে রেপো রেট ৬.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। এই নিয়ে পরপর ৮ দফায় রিজার্ভ ব্যাংক তাদের রেপোরেট একই রাখার সিদ্ধান্ত নিল।
কি জানিয়েছেন শক্তি কান্ত দাস?
একটি প্রেস বিবৃতিতে শক্তিকান্ত দাস বলেছেন, “সাম্প্রতিক কয়েক বছরে বিশ্বে একের পর এক সংকট হয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যেও ভারতীয় অর্থনীতি একটা শক্তি প্রদর্শন করে চলেছে। এখনো ভারতে মূল্য বৃদ্ধির হার ততটা নয়। অন্যান্য দেশে কিন্তু মূল্যবৃদ্ধি অনেক বেশি। তবে আমাদের অস্থির বৈশ্বিক পরিস্থিতি নিয়ে সচেতন থাকতে হবে। সেই কারণেই রিজার্ভ ব্যাংক মূল্য বৃদ্ধিকে চার শতাংশ সীমাবদ্ধ রাখার জন্য বদ্ধপরিকর। আর সেই উদ্দেশ্যেই হয়েছে এই মনিটারিং পলিসি কমিটি বৈঠক।” এই প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন, “এই বৈঠকে ৬.৫ শতাংশ হারে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনিটারি পলিসি কমিটির ৬ সদস্যের মধ্যে ৪ জন সদস্য রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দিয়েছিলেন।”
রেপো রেট কি?
রিজার্ভ ব্যাংক যে সুদের হারে অন্যান্য ব্যাংক কে ঋণ দিয়ে থাকে সেটাকে বলে রেপো রেট। আর যে হারে রিজার্ভ ব্যাংক অন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে সেটাকে বলে রিভার্স রেপো রেট। এই রেপো রেট এর উপরে ভিত্তি করে বিভিন্ন ব্যাংক তাদের সুদের হার এবং ইএমআই হার পরিবর্তন করে। যদি রেপো রেট বৃদ্ধি করা হয়, তাহলে ভারতের প্রত্যেকটি ব্যাংককে রিজার্ভ ব্যাংকের থেকে বেশি সুদের হারে ঋণ নিতে হবে। তখন, ভারতের প্রতিটি ব্যাংক তাদের সুদের হার এবং এমআই হার বৃদ্ধি করে। তবে যদি রেপোরেট অপরিবর্তিত থাকে, তাহলে মধ্যবিত্তের উপরে ঋণ এবং ইএমআই এর বোঝা বাড়ে না। তবে ইএমআই এবং ঋণের সুদের হার বৃদ্ধি করার উপরে সরাসরি কিন্তু রেপোরেটের কোন ভূমিকা বা যোগ নেই। এটা পুরোপুরি ভাবে ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত।