ফ্রিতে চালান তিন দিন, পছন্দ হলে মাত্র ৫,০০০ টাকায় কিনে ফেলুন এই ইলেকট্রিক স্কুটার
সম্প্রতি হিরো কোম্পানিটি তাদের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে দিয়েছে ভারতে
বর্তমানে ভারতে চিরাচরিত পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক চালিত গাড়ির জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করেছে। এরই মধ্যেই বেশ কিছু কোম্পানি তাদের নতুন নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে মার্কেটে চলে এসেছে। টাটা থেকে শুরু করে আরো বিভিন্ন কোম্পানি নিয়ে আসছে তাদের নিত্য নতুন ইলেকট্রিক গাড়ি। তবে শুধু ইলেকট্রিক গাড়ি নয, তার পাশাপাশি এখন ভারতীয় বাজারে ইলেকট্রিক বাইক বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। ইতিমধ্যেই Ather থেকে শুরু করে আরও বিভিন্ন কোম্পানি নিয়ে এসেছিল তাদের ইলেকট্রিক স্কুটার কালেকশন। আর এবারে এই দৌড়ে নাম লেখালো ভারতের অন্যতম জনপ্রিয় বাইক এবং স্কুটার কোম্পানি Hero Motocorp।
সম্প্রতি ভারতের লঞ্চ হয়ে গেল তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Hero Vida V1। এই ইলেকট্রিক স্কুটারে একের পর এক ফিচার গ্রাহকরা পেতে চলেছেন। আপাতত V1 Plus ও V1 Pro এই দুটি বিকল্পে আপনারা এই ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন। V1 Pro ইলেকট্রিক স্কুটারে আপনারা পাবেন ৩.৯৪ কিলোওয়াট ঘন্টা লিথিয়াম আয়ন বাটারি। অন্যদিকে, V1 Plus ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন ৩.৪৪ কিলোওয়াট ঘন্টা লিথিয়াম আয়ন ব্যাটারি। TVS iQube ও Ola S1 Pro এর মতো ইলেকট্রিক স্কুটারের সঙ্গে প্রতিযোগিতায় নামবে এই মডেল।
হিরো কোম্পানির তরফ থেকে Vida V1 Plus ইলেকট্রিক স্কুটার এর দাম রাখা হয়েছে ১.৪৫ লক্ষ টাকা। অন্যদিকে, V1 Pro ইলেকট্রিক স্কুটার এর দাম রাখা হয়েছে ১.৫৯ লক্ষ টাকা। ১০ অক্টোবর থেকে এই ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু হয়ে যাবে এবং মাত্র ৪,৯৯৯ টাকায় গ্রাহকরা এই ইলেকট্রিক স্কুটার বুক করতে পারবেন। আপনারা যদি এই ইলেকট্রিক স্কুটার সম্পূর্ণভাবে চার্জ করেন তাহলে ১৬৫ কিলোমিটার পর্যন্ত রাস্তা পার করতে পারবে V1 Pro। অন্যদিকে মাত্র ৩.২ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে পারবে এই ইলেকট্রিক স্কুটার।
পাশাপাশি, V1 Plus ইলেকট্রিক স্কুটার এর ফুল চার্জ রেঞ্জ ১৪৩ কিলোমিটার। এই ইলেকট্রিক স্কুটার মাত্র ৩.৪ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে পারবে। দুটি ইলেকট্রিক স্কুটার এর সর্বোচ্চ গতি 80 কিলোমিটার প্রতি ঘন্টা। হিরো কোম্পানিটি Vida V1 এর জন্য গ্রাহকদের সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বাইব্যাক প্ল্যান অফার করছে। এছাড়াও গ্রাহকরা ৭২ ঘন্টা পর তিনদিন পর্যন্ত টেস্ট রাইড প্ল্যান পেয়ে যেতে পারবেন। অর্থাৎ তিনদিন পর্যন্ত এই ইলেকট্রিক স্কুটার আপনারা পরীক্ষা করতে পারেন এবং তার পরেই আপনারা কেনার সিদ্ধান্ত নিতে পারেন।