আগামী ২১ শে জুন ২০২০, আকাশে সূর্যগ্রহণ দেখা যাবে ভারতীয় সময় সকাল ৯ টা ১৫ মিনিট ৫৮ সেকেন্ডে। এই সময় শুরু হয়ে সূর্যগ্রহণ শেষ হবে দুপুর ২ টা ২ মিনিট ১৭ সেকেন্ডে। তবে এই পুরো সময়টাতেই পূর্ণগ্রাস দেখা যাবে না। আংশিক গ্রহণ শুরু হওয়ার পর সকাল ১০ টা ১৭ মিনিট ৪৫ সেকেন্ডে সম্পূর্ণ গ্রহণ লাগবে সূর্যে। এই পূর্ণগ্রাস স্থায়ী হবে দুপুর ১২ টা ১০ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত।
উত্তর ভারতের ছ’টি জায়গা থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। সেই জায়গাগুলি হল, চামোলি, দেহরাদুন, জোশিমঠ, কুরুক্ষেত্র, সিরসা এবং সুরাতগঢ়। উত্তর ভারতে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। মানে সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ ছোটো আকারে চলে আসবে। ফলে চাঁদের ছায়ায় সূর্যের মাঝখানে একটি কালো চাকার মতো বাধা তৈরি হবে। ফলে দেখা যাবে ‘আগুনের আংটি’ বা ‘রিং অফ ফায়ার’।
পশ্চিমবঙ্গেও দেখা যাবে এই সূর্যগ্রহণ। কিন্তু আকাশে মেঘের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই সূর্যগ্রহণ দেখা যাবে কিনা তাই নিয়ে সংশয় রয়েছে।
পশ্চিমবঙ্গের কোথাও কোথাও কখন সূর্যগ্রহণ দেখা যাবে, রইল তালিকা –
কলকাতা : সকাল ১০:৪৬ থেকে দুপুর ২:১৭ পর্যন্ত।
কোচবিহার : সকাল ১০:৫০ থেকে দুপুর ২:১৯ মিনিট পর্যন্ত।
দার্জিলিং : সকাল ১০:৪৭ থেকে দুপুর ২:১৬ পর্যন্ত।
মেদিনীপুর : সকাল ১০:৪৩ থেকে দুপুর ২:১৪ মিনিট পর্যন্ত।
মুর্শিদাবাদ : সকাল ১০:৪৭ থেকে দুপুর ২:১৭ মিনিট পর্যন্ত।
শিলিগুড়ি : সকাল ১০:৪৭ থেকে দুপুর ২:১৬ পর্যন্ত।