কৌশিক পোল্ল্যে: বলিউডে ইন্দ্রপতন। নামজাদা অভিনেতা ইরফান খানের মৃত্যুর খবর সামলে ওঠার পূর্বেই আরও এক দুঃসংবাদের সাক্ষী থাকল গোটা ইন্ডাস্ট্রি। তিনি সবার আদরের প্রিয় চিন্টু জি ওরফে ঋষি কাপুর। আজ তার অকালপ্রয়ানে, তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, তারই জীবনের কিছু না দেখা গল্প চলুন জেনে নেওয়া যাক।
তিনি পাঞ্জাবি হওয়ায় নিরামিষ ভোজ খেতেই বেশি পছন্দ করতেন, বিশেষ করে মায়ের হাতের তৈরি পোলাও খেতে খুবই ভালোবাসতেন, একথা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ঋষি।
সকলেই জানেন ঋষি কাপুরের প্রথম ছবি ‘মেরা নাম জোকার’ যেখানে তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন এবং সেরা শিশুশিল্পী হিসেবে সেই বছর পুরষ্কারও পান। কিন্তু জানেন কি, এটি তার প্রথম ছবি নয়! এর আগেও এটি ছবিতে বড়পর্দায় অভিনয় করেন ঋষি, এটিও একটি সুপারহিট সিনেমা ‘শ্রী চারশো বিশ’, এই ছবিতে ‘প্যায়ার হুয়া একরার হুয়া’ গানে ছাতা নিয়ে হাঁটতে দেখা গিয়েছিল তাকে। রাজ কাপুরের বাকি সন্তানদেরও এই গানে দেখা যায়। প্রথমে এই চরিত্রটি তিনি করতে চাননি, এরপর অভিনেত্রী নার্গিস তাকে চকলেট দিয়ে রাজি করান।
অভিনেতা হিসেবে তার প্রথম ছবি ছিল ‘ববি’। ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি সুপারহিট হয়, ছবিতে তার বিপরীতে ছিলেন ডিম্পেল কাপাডিয়া। এরপর ‘চাঁদনী’, ‘নাগিনা’, ‘ অমর আকবর অ্যান্টনি’, ‘প্রেম রোগ’, ‘দামিনী’, ‘আ অব লট চালে’ প্রভৃতি সিনেমায় তিনি অভিনয় করেন।
হালফিলের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’, ‘হাউসফুল ২’, ‘সানাম রে’, ‘লাভ আজ কাল’ প্রভৃতি ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। ঋষি কাপুর অভিনীত শেষ সিনেমা ‘শর্মাজি নমকিন’ যে ছবির কাজ এখনও শেষ হয়নি। এই ছবিতে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা। ঋষির আকস্মিক মৃত্যুতে ছবিটি হয়তো আবার শ্যুট করতে হবে, আর নয়তো ছবির কাজ পুরোপুরি বন্ধ করে দিতে হবে।