সিঙ্গাপুরে থেকেও দেশের দুঃস্থদের খাবার বিতরন করলেন ঋতুপর্না সেনগুপ্ত

Advertisement

Advertisement

কৌশিক পোল্ল্যে: লকডাউনের আগেই তিনি পাড়ি দিয়েছিলেন সূদুর সিঙ্গাপুরে, যেহেতু স্বামীসহ তার পরিবার সেখানেই থাকে। এরপর মাঝে করোনা বিপর্যয়ে পৃথিবীর সিংহভাগে সর্বত্রই লকডাউন ঘোষনা করা হয়, যে কারনে আর দেশে ফিরতে পারেননি তিনি। তবু বিদেশে থেকেই নিজের মাতৃভূমির দরিদ্র মানুষদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন বর্তমান টলিকুইন।

Advertisement

নিজের সাধ্যমতো তিনি প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা তহবিল পিএম কেয়ারে অনুদান করেন এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তহবিলেও আর্থিক অনুদান করেছেন। দুই ক্ষেত্রেই টাকার অঙ্কটি প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। যদিও তিনি মনে করেন এই মুহূর্তে একটা ছোট সাহায্যও বিরাট গুরুত্বপূর্ন, তাতে অন্তত কিছু মানুষের উপকার তো হবে।

Advertisement

এছাড়া এদেশের এন্ডিয়েভার সোসাইটি নামক একটি এনজিও সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এখান থেকেই দুঃস্থ মানুষদের সাহায্যার্থে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রথম দফায় একশো জন মানুষকে সাহায্য করা হয়, এবং এরপর দ্বিতীয় দফায় বাঘাযতীন ও রামগড় এলাকার দুশো মানুষকে খাদ্যদ্রব্য বিতরন করা হয়।

Advertisement

মূলত চাল, আলু, মুড়ি, ও সোয়াবিন দেওয়া হচ্ছে ওই সংস্থার তরফে, তবে সবটাই হয়েছে সতর্কতা বজায় রেখে দূরত্ব মেনে। একটি ভিডিয়োর মাধ্যমে নিজের প্রতিশ্রুতি পালনের কথা ব্যক্ত করেছেন তিনি এবং সকলকে সাধ্যমতো এগিয়ে আসতে অনুরোধ করেছেন এই প্রান্তিক মানুষগুলির জন্য। ঋতুদির এই উদ্যোগে তাকে স্বাগত জানিয়েছেন বাংলার মানুষ।

Recent Posts