Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ওয়েস্টার্ন পোশাকে নেটিজেনদের নজর কাড়লেন ঋতুপর্না সেনগুপ্ত

কৌশিক পোল্ল্যে: টলিউড ইন্ডাস্ট্রির বর্তমান ‘মহানায়িকা’ তিনি। নিজের অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছিলেন একটা গোটা প্রজন্মকে। ৯০ এর দশকে টলিপাড়ার অভিনেত্রীদের মধ্যে তার জনপ্রিয়তাই ছিল সবচেয়ে বেশি। একসময় প্রসেনজিৎ ও ঋতুপর্নার…

Avatar

কৌশিক পোল্ল্যে: টলিউড ইন্ডাস্ট্রির বর্তমান ‘মহানায়িকা’ তিনি। নিজের অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছিলেন একটা গোটা প্রজন্মকে। ৯০ এর দশকে টলিপাড়ার অভিনেত্রীদের মধ্যে তার জনপ্রিয়তাই ছিল সবচেয়ে বেশি। একসময় প্রসেনজিৎ ও ঋতুপর্নার সিনেমা হলে আসা মানেই হিট এরকম প্রবচনও শোনা যায়। এই জুটিকে কিংবদন্তী উত্তম কুমার-সুচিত্রা সেন জুটির সঙ্গে তুলনা করে তাদেরই আধুনিক সংস্করন মানা হত।

আজও নিজের অভিনয় দিয়ে বাংলা সিনেমাপ্রেমীদের মনে এক আলাদা আসনে বিরাজমান এই অভিনেত্রী। তার শেষ কয়েকটি ছবি ‘প্রাক্তন’, ‘বেলা শেষে’, ‘দৃষ্টিকোন’, ‘মুখার্জীদার বউ’ বক্সঅফিসে অসামান্য সফলতা অর্জন করে। যদিও বানিজ্যিক ছবির বিখ্যাত এই অভিনেত্রী বর্তমানে ভিন্নধারার ছবিতেই বেশি মন দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ও জনপ্রিয়। নিজের সমস্ত ভালোলাগাটুকু ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন ছবি ও ভিডিয়োর মাধ্যমে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks) on

পোশাক নিয়ে সর্বদাই স্বাধীনচেতা ও আধুনিকা অভিনেত্রী মধ্যযুগীয় চিন্তাভাবনায় বিশ্বাস রাখেন না। সদ্যই একটি ছবি পোস্ট করেন তিনি। ওয়েস্টার্ন পোশাকে তার মোহময়ী লুকের প্রশংসা করেছেন সকলেই। যদিও এই লকডাউনের সময়ে ছবিটা পুরোনো বলেই অনুমান করা হয়েছে।

তিনি বর্তমানে সুদূর সিঙ্গাপুরে রয়েছেন এবং নিয়মিত এদেশের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল রয়েছেন, দেশের সকল মানুষকে সুস্থ ও সচেতন থাকার উপদেশ দিয়েছেন। তাকে শেষ দেখা গিয়েছে ‘লাইম অ্যান্ড লাইট’ নামক সিনেমায়। ঋতুপর্নার সেই সুন্দর ছবিটি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।

About Author