অফবিট

রোদ্দুর রায় এর বিকৃত রবীন্দ্র সঙ্গীত কেন্দ্র করে নিন্দায় মুখর শিক্ষিত সমাজ

Advertisement

প্রীতম দাস : বাংলার নবীন যুবসমাজ এর একটা বড়ো অংশ কি অপসংস্কৃতিকে আপন করে তার অন্ধকারে তলিয়ে যাচ্ছে? শুনতে অবাক লাগলেও বাস্তবে একপ্রকার সেটাই প্রতিফলিত হচ্ছে! কিছুদিন আগে ইউটিউবে রোদ্দুর রায় নামে এক ব্যাক্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চাঁদ উঠেছিল গগনে’ গানটিকে বিকৃত করে কুরুচিপূর্ণ শব্দ সহযোগে উপস্থাপন করেন ও শুধু তাই না যখন তিনি গানটি পরিবেশন করেন তার হাতে কোনো নেশাজাত দ্রব্য (সম্ভবত গঞ্জিকা) ছিল।

সে যাই হোক , তারপর গানটি ভাইরাল হয় যায়। অনেক এর মুখে তার এই বিকৃত করা গানটি গাইতে দেখা যায়। সম্প্রতি একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে , যেখানে বলা হয়েছে কলকাতার হেরোমব্র চাঁদ কলেজের কোনো অনুষ্ঠানে রোদ্দুর রায় এর বিকৃত করা রবীন্দ্র সঙ্গীত ‘চাঁদ উঠেছিল গগনে’ গাইতে দেখা যায়। এমনকি সেখানে উপস্থিত শ্রোতাগণ একযোগে সেই বিকৃত গানটি সমবেত কণ্ঠে গাইতে দেখা যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিন্দার ঝড় উঠেছে।

অনেকে কটাক্ষ করে বলছেন তাহলে কি রবীন্দ্রনাথ শিক্ষিত নয় নাকি আধুনিক বাঙালি ? রাইবাবু শুভ নামে এক ব্যাক্তি এই ভিডিও ফেসবুকে দিতেই ভাইরাল হতে শুরু করে ও সেই সঙ্গে একাধিক প্রশ্ন উঠতে থাকে। তিনি ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়েছেন তিনি এই ভিডিওটি ওই কলেজের কোনো স্টুডেন্ট এর প্রোফাইল থেকে পেয়েছেন তবে ঘটনাটি যে যথেষ্ট দৃষ্টিকটু সে ব্যাপারে সন্দেহ নেই।

Related Articles

Back to top button