চোট পেয়ে দলের বাইরে রোহিত শর্মা, পরিবর্তে ময়াঙ্ক আগরওয়াল এবং শুভমন গিল
সদ্য সমাপ্ত হওয়া নিউজিল্যান্ড বনাম ভারত টি-টোয়েন্টি সিরিজে ৫-০ তে জয়লাভ করেছে ভারত। তবে জয়ের পাশাপাশি বড়সড় ধাক্কা ভারতীয় দলের। সিরিজের শেষ ম্যাচে পায়ে আঘাত পেয়ে আপাতত দল থেকে ছিটকে গেলেন ভাইস ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি আসন্ন টেস্ট সিরিজ এবং একদিনের ম্যাচে খেলতে পারবেন না।
বুধবার থেকে তিনটি ওয়ানডে এবং তার পর দুটি টেস্ট খেলতে নামবে ভারত। জানা গেছে যে ওয়ানডে ম্যাচে কেএল রাহুল এবং পৃথ্বি শ এর পর থার্ড ওপেনার হিসেবে রোহিত শর্মার পরিবর্তে খেলবে ময়াঙ্ক আগরওয়াল।
আরও পড়ুন : বড়সড় ক্ষতি ভারতীয় শিবিরে, চোটের কারনে ছিটকে গেলেন আরও এক ভারতীয় তারকা
এছাড়া টেস্ট সিরিজে রোহিত শর্মার পরিবর্তে নামবে শুভমন গিল। যদিও টেস্ট স্কোয়াডের এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে জানা গেছে যে এটি ইতিমধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ এবং কেবলমাত্র সরকারী ঘোষণা বাকি রয়েছে।
রোহিতের এই দলের বাইরে বেরিয়ে যাওয়ার প্রসঙ্গে বিসিসিআই এর এক শীর্ষ স্থানীয় কর্মকর্তা বলেন, “রোহিত এই সফরের বাইরে থাকায় একদমই ভালো লাগছে না। ফিজিও তার দেখাশোনা করছেন।তবে তার সিরিজে অংশ না নেওয়া খুবই দুঃখের ব্যাপার।”
প্রসঙ্গত নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পায়ে চোট পেয়ে অপরাজিত অবস্থায় মাঠের বাইরে যেতে হয় তাকে, তার পরিবর্তে নামেন কেএল রাহুল।