বর্তমান ফুটবল জগতে দুজন কিংবদন্তি রয়েছেন যারা নিজেদের প্রতিভার দ্বারা গোটা বিশ্ববাসীকে আনন্দ দিয়ে যাচ্ছেন। একজন হলেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো, অপরজন লিওনেল মেসি। তরুণ ফুটবলারদের জন্য এরা প্রতিমূর্তি। দুজনের মধ্যে সবসময় প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে।
এক সাংবাদিক বৈঠকে ক্রিশ্চিয়ান রোনাল্ডো বলেন, মেসির সাথে প্রতিদ্বন্দ্বিতা তাকে আরো ফুটবলার হতে সাহায্য করেছে, সে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ হোক বা পোর্তুগাল ভার্সেস আর্জেন্টিনা হোক। তিনি বলেছেন, মাঠে যেমনই থাকুক, কিন্তু মেসির সাথে তার সম্পর্ক খুব ভালো। মেসির সাথে প্রতিদ্বন্দ্বিতা তিনি খুব পছন্দ করেন। তিনিও এও বলেন, মেসিই আমাকে বিশ্বসেরা ফুটবলার হতে সাহায্য করেছে। এছাড়াও তিনি বলেন, মেসি নিঃসেন্দহে এক বিশ্বমানের ফুটবলার যার বিকল্প নেই। তবে একজন ট্রফি জিতলে অপরজনের রাগ হয়, যা ক্রীড়াজগতে সাধারণ ব্যাপার। তার প্রতিদ্বন্দ্বী হয়েও তাকে নিয়ে এমন মন্তব্য সত্যিই চমকপ্রদ। এর দ্বারা প্রমান হয়, রোনাল্ডো শুধুমাত্র একজন ভালো ফুটবলারেই নন, একজন ভালো মনের মানুষ।